কাশী মিত্র শ্মশানঘাটেও আরও একটি বৈদ্যুতিক চুল্লি
উত্তর কলকাতার কাশী মিত্র শ্মশানঘাটেও আরও একটি অত্যাধুনিক বৈদ্যুতিক চুল্লি উদ্বোধন হবে জানুয়ারি মাসে। তৈরি হচ্ছে পশুদের দাহ করার বিশেষ চুল্লিও। এনিয়ে কলকাতায় দুজোড়া দোতলা ইলেকট্রিক চুল্লি চালু করছে কলকাতা পুরসভা। যা দেশের মধ্যে এই প্রথম।

জানা গিয়েছে, ইএম বাইপাস লাগোয়া ধাপায় খুব শীঘ্রই এই পরিষেবা শুরু হবে। থাকবে শ্মশানযাত্রীদের বিশ্রামকক্ষও। পুরসভার স্বাস্থ্যদফতরের দাবি, দেশের মধ্যে এই প্রথম শ্মশানে এমন দোতলা বৈদ্যুতিক চুল্লি চালু হচ্ছে।
পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, ধাপার মাঠে ডাবল-ডেকার চুল্লির যে দুটি উইং আছে, তার মধ্যে একটি চলতি মাসের শুরুতেই চালু হয়ে যাবে। আর অন্যটির উদ্বোধন হবে আগামী ১০ জানুয়ারি। এতে করোনা রোগীদের দেহ দাহ করার প্রক্রিয়া ত্বরান্বিত হবে বলেই মনে করছেন তিনি। পর্যায়ক্রমে ধাপায় এই দোতলা চুল্লিতে ডেথ সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থাও চালু হবে।
পাশাপাশি, তৈরি হচ্ছে পশুদের দাহ করার বিশেষ চুল্লিও। ভারতবর্ষের প্রথম পশুদের সৎকারের জন্য চুল্লি তৈরি হয়েছে। অত্যাধুনিক এই চুল্লিতে কম সময়ে পশুদের দেহ দাহ করা যাবে।
