For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঝুলনের থিম 'কাটমানি', অনুব্রত মণ্ডলের সামনেই উঠল টাকা ফেরতের স্লোগান

এবার অনুব্রত মণ্ডলকে ঘিরেই কাটমানি বিক্ষোভ। নিজের তালুকে বিক্ষোভে পড়ে মেজাজ খারাপ হয়নি তাঁর। নিরাপত্তা বেষ্টনির মধ্যে থেকেওতাঁকে শুনতে হল কাটমানি ফের চাই। তাদের টাকা ফেরত চাই।

  • |
Google Oneindia Bengali News

এবার অনুব্রত মণ্ডলের সামনেই কাটমানি নিয়ে স্লোগান। নিজের খাসতালুক বীরভূমে বিক্ষোভে পড়েও অবশ্য মেজাজ খারাপ হয়নি তাঁর। নিরাপত্তা বেষ্টনির মধ্যে থেকে তাঁকে শুনতে হয়েছে কাটমানি ফেরত চাই। তাদের টাকা ফেরত চাই। ঘটনাটি পূর্ব বর্ধমানের আউশগ্রামের বেলাড়ির। তবে এসবই ছিল সেই গ্রামের ঝুলন উৎসবের থিম। আর এই খবর পাওয়ার পর হেসে অনুব্রত মণ্ডলের প্রতিক্রিয়া, দারুণ থিম। সবাই মিলেমিশে আনন্দ করুক।

কাটমানি নিয়ে অনুব্রত

কাটমানি নিয়ে অনুব্রত

একদিকে যেমন কাটমানি নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, হুঁশিয়ারি দিয়েছেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলও। তিনি দলীয় কর্মীদের সতর্ক করে বলেছেন গরিব মানুষের টাকা নেওয়া যাবে না। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের আরও সতর্ক হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

ঝুলন উৎসবের থিম অনুব্রতকে নিয়েই

ঝুলন উৎসবের থিম অনুব্রতকে নিয়েই

পূর্ব বর্ধমানের আউশগ্রামের বেলাড়ির গ্রামে প্রতি বছরেই ঘটা করে ঝুলন উৎসব পালিত হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে কাটমানি নিয়ে যেহেতু রাজ্য রাজনীতি সরগরম, তাই বেছে নেওয়া হয়েছে কাটমানিকেই। বেলাড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র স্বাস্থ্যবান রনি পালকে বেছে নেওয়া হয় অনুব্রত মণ্ডল হিসেবে। অনুব্রত মণ্ডলের পাশে যেমন নিরাপত্তা রক্ষীরা থাকেন, সেই মতো নিরাপত্তা রক্ষীও সাজানো হয়। পাশাপাশি বেশ কয়েকজনকে সাজানো হয় গ্রামের গরিব মানুষ।

 অনুব্রত মণ্ডলের প্রতিক্রিয়া

অনুব্রত মণ্ডলের প্রতিক্রিয়া

বীরভূম তৃণমূল জেলা সভাপতির কানে বিষয়টি তুলতেই হেসেছেন তিনি। বলেছেন দারুন থিম। সবাই মিলেমিশে আনন্দ করুক, সেটাই কামনা করেছেন তিনি।

[আরও পড়ুন: তৃণমূলের বিরুদ্ধে বিজেপির হাতিয়ার এবার দিদিকে বলো! ভরসা সংগঠনে][আরও পড়ুন: তৃণমূলের বিরুদ্ধে বিজেপির হাতিয়ার এবার দিদিকে বলো! ভরসা সংগঠনে]

English summary
Theme of a Jhulan Yatra is Cut money protest around Anubrata Mondal in East Bardhaman. Anubrata Mondal ishappy with this theme.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X