For Daily Alerts
লকডাউনের মাঝেই ভ্যাবলা স্টেশনে পরপর চারটি দোকানে তালা ভেঙে দুঃসাহসিক চুরি
লকডাউনের সুযোগে দুঃসাহসিক চুরি বসিরহাট থানার ভ্যাবলা রেলওয়ে স্টেশনে। চারটি দোকানে তালা, দরজা ভেঙে সিগারেট কোলড্রিংস ও কসমেটিক্সের সরঞ্জাম চুরি করে পালালো দুষ্কৃতীরা। সব মিলিয়ে চারটি দোকান থেকে প্রায় ৫০ হাজার টাকার জিনিস নিয়ে গিয়েছে বলে অনুমান ব্যবসায়ীদের।

ব্যবসায়ী বাপি মন্ডল সহ অন্যান্য দোকানদাররা মঙ্গলবার ভোরে এসে দেখে তাদের দোকানের তালা, দরজা ভেঙে সব কিছু লুঠ করে পালিয়েছে দুষ্কৃতীরা। স্টেশনের প্লাটফর্মে চুরির ঘটনার তদন্ত শুরু করেছে বসিরহাট রেল পুলিশ।