For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধায়করাও এখন ভুগছেন নিরাপত্তাহীনতায়! দুই ঘটনায় তাজ্জব রাজ্যের প্রশাসন

এক বিধায়কের বাড়িতে চুরি, এক বিধায়কের অ্যাকউন্ট থেকে গায়েব টাকা। রাজ্যের বিধায়করাই প্রবল নিরাপত্তাহীনতার মুখে পড়েছেন।

Google Oneindia Bengali News

এক বিধায়কের বাড়িতে চুরি, এক বিধায়কের অ্যাকউন্ট থেকে গায়েব টাকা। রাজ্যের বিধায়করাই প্রবল নিরাপত্তাহীনতার মুখে পড়েছেন। বৃহস্পতিবার রাতে এন্টালির তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহার বাড়িতে চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সেই চুরির ঘটনা। আর উত্তর কাঁথির বিধায়ক বনশ্রী মাইতির অজান্তেই তাঁর অ্যাকাউন্ট থেকে এক সংস্থার নামে টাকা ট্রান্সফার হয়ে যায়। রাজ্যসভা ভোটের ফাঁকেই এই দুই ঘটনায় চর্চা শুরু হয় বিধানসভার অন্দরে।

বিধায়করাও এখন ভুগছেন নিরাপত্তাহীনতায়! দুই ঘটনায় তাজ্জব রাজ্যের প্রশাসন

[আরও পড়ুন:ফ্লাইট-এ বিমান সেবিকাকে থাপ্পড়! কেন করা হল এমন ঘৃণ্য আচরণ, জানুন][আরও পড়ুন:ফ্লাইট-এ বিমান সেবিকাকে থাপ্পড়! কেন করা হল এমন ঘৃণ্য আচরণ, জানুন]

বিধায়ক স্বর্ণকমল সাহা ল্যাপটপ ও ক্যামেরা চুরির অভিযোগ করেছেন নিউ মার্কেট থানায়। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে, বৃহস্পতিবার রাতে বাড়ির পাইপ বেয়ে তিনতলার বারান্দায় ওঠে এক চোর। তারপর ঠাকুরের বিগ্রহ থেকে গয়না চুরির চেষ্টা করে। কিন্তু গয়নাগুলো সোনার নয় বুঝতে পেরে তা ফেলে রেখে ল্যাপটপ ও ক্যামেরা নিয়ে পালিয়ে যায়।

তদন্তকারীরা জানিয়েছেন, এই সমস্ত কর্মকাণ্ড সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। বিধায়কের বাড়িতে এইভাবে চুরির ঘটনায় পুলিশ-প্রশাসনও তটস্থ হয়ে তদন্ত শুরু করেছ। শুধু নিউ মার্কেট থানার পুলিশই নয়, লালবাজারের গোয়েন্দারাও শশব্যস্ত হয়ে তদন্ত শুরু করেছেন বিধায়কের বাড়িতে চুরির ঘটনায়।

অন্যদিকে, উত্তর কাঁথির তৃণমূল বিধায়কের অভহিযোগ, ইনভেস্টমেন্ট ইন্টারেমডি নামে এক সংস্থার নামে তাঁর অ্যাকউন্ট থেকে সাড়ে তিন লক্ষ টাকা ট্রান্সফার হয়েছে। বৃহস্পতিবার তাঁর মোবাইলে এসএমএস আসে। তারপরই তিনি অভিযোগ দায়ের করেন। তিনি ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছেও এই অভিযোগ জানান। বিধায়ক জানান তিনি এটিএম বা ক্রেডিট কার্ড ব্যবহার করেন না, তাহলে কী করে এই ধরনের ঘটনা ঘটল। এদিন রাজ্যসভার ভোট ছাপিয়ে এই দুই ঘটনা নিয়ে চর্চা শুরু হয়।

[আরও পড়ুন:মায়ের মতো মমতা! শামি-কাণ্ডে অধিকারের লড়াইয়ে 'ভরসা' পেয়ে খুশি হাসিন][আরও পড়ুন:মায়ের মতো মমতা! শামি-কাণ্ডে অধিকারের লড়াইয়ে 'ভরসা' পেয়ে খুশি হাসিন]

English summary
Theft in a mla’s house, money transfer from a legislator's bank account,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X