For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরকারের আবেদন প্রত্যাখ্যান শাঁওলি মিত্রের, বাংলা আকেদেমিতে ফিরছেন না তিনি

' পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি'র সভাপতির পদে আর ফিরবেন না বলে জানিয়ে দিলেন নাট্যব্যক্তিত্ব তথা বুদ্ধিজীবী শাঁওলি মিত্র।

  • |
Google Oneindia Bengali News

' পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি'র সভাপতির পদে আর ফিরবেন না বলে জানিয়ে দিলেন নাট্যব্যক্তিত্ব তথা বুদ্ধিজীবী শাঁওলি মিত্র। আজ এক বিবৃতিতে তিনি একথা জানিয়েছেন তিনি। উল্লেখ্য, এর আগে তিনি জানিয়েছিলেন সভাপতি হিসাবে বাংলা আকাদেমিতে তিনি নিজের মতো করে কাজ করতে পারছেন না। আর সেজন্যই তিনি অব্যহতি চাইছেন। এ নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে তিনি পদত্যাগ পত্রও পাঠিয়ে দেন।

সরকারের আবেদন প্রত্যাখ্যান শাঁওলি মিত্রের, বাংলা আকেদেমিতে না ফেরা নিয়ে যা জানালেন তিনি

[আরও পড়ুন: বন্দুক ঠেকিয়ে সিপিএমের জেলা পরিষদ প্রার্থীকে অপহরণ! পরে যেভাবে তাঁকে উদ্ধার করা হয়][আরও পড়ুন: বন্দুক ঠেকিয়ে সিপিএমের জেলা পরিষদ প্রার্থীকে অপহরণ! পরে যেভাবে তাঁকে উদ্ধার করা হয়]

এরপর, মুখ্যমন্ত্রীর উদ্যোগে, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যোগাযোগ করেন শাঁওলি মিত্রের সঙ্গে। এই বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে আলোচনাও হয় বলে খবর। তবে শেষমেশ সমাধান সূত্র মেলেনি। আর সেজন্যই এই স্বনামধন্য নাট্য ব্যক্তিত্ব নিজের পদ ছেড়ে চলে যান। এদিন, শাঁওলি মিত্রের বিবৃতি ঘিরে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে, তিনি জানান,সরকার যে তাঁকে চাইছেন না , সমাধানসূত্র না মেলার ঘটনাতেই তা স্পষ্ট। পাশাপাশি তিনি জানিয়েছেন গোটা ঘটনার প্রেক্ষিতে তিনি অসম্মান বোধ করছেন।

এর আগে, ' পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি থেকে পদত্যাগের সময় শাঁওলি মিত্র জানিয়েছিলেন, 'আমার কোনও ইগো নেই। আমি শুধু ভালবেসে কাজ করতে চাই। কিন্তু সেটাও যদি করতে না পারি, তা হলে সেই কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলি। ক্রমশই এখানে আমার ক্ষেত্রে দমবন্ধ করা পরিবেশ তৈরি হচ্ছিল। তাই বাধ্য হয়েই এই পদ ছাড়লাম।' উল্লেখ্য, ২০১২ সাল থেকে তিনি এই পদে আসীন রয়েছেন। এরমধ্যে বেশকিছু বইও প্রকাশ করে আকাদেমি। তবে বিভিন্ন ইস্যুতে সরকারের সঙ্গে যে শাঁওলি মিত্রের ভবধারার দূরত্ব বাড়ছিল, সে খবর বহু সূত্র থেকে পাওয়া যাচ্ছিল। মূল মতান্তর কর্মী নিয়োগ নিয়ে শুরু হয় বলে খবর ছিল।

[আরও পড়ুন:ধর্ষণের প্রতিবাদে গর্জে উঠলেন ৬০০ জন শিক্ষাবিদ, প্রধানমন্ত্রীকে কড়া বার্তা দিয়ে চিঠি][আরও পড়ুন:ধর্ষণের প্রতিবাদে গর্জে উঠলেন ৬০০ জন শিক্ষাবিদ, প্রধানমন্ত্রীকে কড়া বার্তা দিয়ে চিঠি]

English summary
Theatre Person Shaoli Mitra is not getting back to bangla academi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X