For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাওড়া স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি-চিঠি ডিআরএম-কে, তদন্তে সিআইডি

হাওড়া স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি-চিঠি ডিআরএম-কে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়া রেল চত্বরে। শনিবার জঙ্গিগোষ্ঠী জয়েশ-ই-মহম্মদ-এর নামে ডিআরএম অফিসে এই চিঠি আসে।

  • By Sanjay
  • |
Google Oneindia Bengali News

হাওড়া, ১২ ডিসেম্বর : হাওড়া স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি-চিঠি এল ডিআরএম অফিসে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়া রেল চত্বরে। শনিবার জঙ্গিগোষ্ঠী জয়েশ-ই-মহম্মদ-এর নামে ডিআরএম অফিসে এই চিঠি আসে। ডাকযোগে চিঠি পাওয়ার পর তটস্থ রেল প্রশাসন। এক ব্যক্তির নাম ও ঠিকানা ব্যবহার করে এই চিঠি দেওয়া হয়েছে। রেলের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে সিআইডি ও রেল পুলিশ।

চিঠিতে বিশাল অঙ্কের টাকাও দাবি করেছে জঙ্গিগোষ্ঠী। ওই টাকা না দিলে হাওড়া স্টেশন উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে। হাওড়া ডিআরএম এই চিঠি পাওয়ার পর রীতিমমতো হতভম্ব। তিনি বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে অভিযোগ দায়ের করেছেন সিআইডি দফতরে। হাওড়া, শিয়ালদহ স্টেশন-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টশেনর নিরাপত্তা বাড়ানো হয়েছে বহুগুণে।

হাওড়া স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি-চিঠি ডিআরএম-কে, তদন্তে সিআইডি

সিআইডি এই ঘটনার তদন্তে নেমে জানার চেষ্টা চালাচ্ছে, কারা এই চিঠি পাঠিয়েছিল। যে ব্যক্তির নামে এই চিঠি, তাঁর ঠিকানায় যোগাযোগ করা হয়েছে ইতিমধ্যেই।

তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি একপ্রকার স্পষ্ট যে, ওই ব্যক্তি ওই চিঠি পাঠাননি। তাঁর নাম ও ঠিকানা ব্যবহার করে কেউ এই কাজ করেছে। এই ঘটনা নেহাতই মশকরা, নাকি এর পিছনে কাউকে ফাঁসানোর ষড়যন্ত্র রয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি।

English summary
The letter was threatening to blow up the Howrah Station. This letter have sent in the name of a militant group Jaish-e-Mohammed on Saturday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X