For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিভিন্ন দফতরে আয় ব্যয়ের স্বচ্ছতা আনতে নয়া নির্দেশিকা রাজ্য সরকারের

  • |
Google Oneindia Bengali News

অর্থ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি বা অন্য যে কোনও ক্ষেত্রে অর্থনৈতিক সূচক গণনার জন্য রাজ্য সরকার তার সমস্ত বিভাগকে বর্তমানে জিএসভিএ-এনএসভিএ পদ্ধতি ব্যবহারের নির্দেশ দিয়েছে বলে জানা যাচ্ছে।

অর্থ সূচক গণনার ক্ষেত্রে জিএসভিএ-এনএসভিএ পদ্ধতি ব্যবহারের নির্দেশ সরকারের


সূত্রের খবর, এই জন্য প্রয়োজনে রাজ্যের পরিকল্পনা ও পরিসংখ্যান বিভাগের সাথে আলোচনা করে গ্রোস স্টেট ভ্যালু অ্যাড বা জিএসভিএ এবং নেট স্টেট ভ্যালু অ্যাড বা এনএসভিএ পদ্ধতি ব্যবহারের অনুরোধ করেছে রাজ্য সরকার।

অন্যদিকে ইতিমধ্যেই রাজ্য সরকারের বেশ কিছু বিভাগ এই ধরণের গণনার ক্ষেত্রে অন্তর্নিহিত সংযোগ, সংশোধন ও কোনও প্রকার পরামর্শ ছাড়াই জিএসভিএ / এনএসভিএ পদ্ধতির ব্যবহার করছে। তাই অভিন্নতা বজায় রাখতে এবং এই ক্ষেত্রে পরিবর্তনের রূপ রেখা গুলি চিহ্নিত করতে জিএসভিএ / এনএসভিএ পদ্ধতিকে বছরে প্রায় চারবার সংশোধন করা হচ্ছে।

রাজ্যের অর্থ বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব (এসি) এবং পরিকল্পনা ও পরিসংখ্যান বিভাগের এইচ কে দ্বিবেদী রাজ্যের অন্যান্য সমস্ত এসিএস, প্রিন্সিপাল সেক্রেটারি ও সচিবদের এই বিষয়ে একটি নির্দেশিকাও পাঠিয়েছেন। পাশাপাশি সূচক গণনার ক্ষেত্রে একটি সুসংহত সমন্বয় ব্যবস্থা অনুসরণের কথাও বলেন।

ওই চিঠিতে বলা হয়েছে, "রাজ্যের অর্থনৈতিক বিকাশের গতিবিধির বোঝার জন্যই মূলত এই সূচক গুলি প্রকাশ করা হয়। ওই প্রক্রিয়া দ্রুত ও উন্নত পদ্ধতিতে সারার উদ্দেশ্যেই বর্তমানে জিএসডিপি / জিএসভিএ পদ্ধতির অবতারণা করা হয়েছে।

English summary
The government is instructed to use the GSVA-NSVA method in calculating the money index
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X