রাজ্যের সকল কৃষককে ফসল বীমা প্রকল্পের আওতায় আনার ভাবনা রাজ্য সরকারের
এবার রাজ্যের সমস্ত কৃষকে সরকারি ফসল বীমা প্রকল্পের আওতায় নিয়ে আসার জন্য সরকারি আধিকারিকদের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মুর্শিদাবাদের একটি প্রশাসনিক বৈঠকে ১০০শতাংশ কৃষককেই রাজ্য সরকারের ফসল বীমা যোজনার আওতাভুক্ত করার কথা বলেন তিনি। পাশাপাশি মুর্শিদাবাদে বিভিন্ন সরকারি প্রকল্পের দ্রুত বাস্তবায়ন নিয়ে জেলা কর্মকর্তাদের প্রশংসাও করতে দেখা যায় তাকে।

প্রাকৃতিক বিপর্যয় ও আনুষঙ্গিক কারণে ফসলের ক্ষয়ক্ষতি হলে 'কৃষক বন্ধু' প্রকল্পের আওতায় সকল কৃষককেই ফসল বীমার সম্পূর্ণ সুবিধা দেওয়ার নির্দেশ দেন তিনি। ক্ষয়ক্ষতির উপযুক্ত প্রমাণ প্রদানের পর প্রত্যেকে চাষিকে দু লক্ষ টাকা প্রদান করা হবে বলেও জানান তিনি। এখন পর্যন্ত ২,৩৬,০০০কৃষককে এই প্রকল্পের আওতায় চেক সরবরাহ করা হয়েছে বলেও জানান তৃণমূল সুপ্রিমো। একইসাথে রাজ্য সরকারের 'স্বাস্থ্য বিমা যোজনার' অধীনে তাদের নাম নথিভুক্ত করা হয়েছে বলে জানান তিনি।
পাশাপাশি তিনি সমবায় ব্যাংকগুলিকেও খরিফ চাষের মরসুমে চাষিদের পাশে থাকার কথা বলেন। একইসাথে প্রতিটি কৃষকের জন্য সর্বনিম্ন পাঁচ হাজার টাকা লোন সুনিশ্চিত করার কথা বলতে দেখা যায় তাকে। এখনও পর্যন্ত ২,৬৬,০০০ চাষিকে এই সুবিধার জন্য তালিকাভুক্ত করা হয়েছে বলেও জানান তিনি। ওই বৈঠকে থেকেই বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাদের দ্রুত এই কৃষি ঋণ গুলি বাস্তবায়নেরও নির্দেশ দেন তিনি। এই প্রসঙ্গে 'মুর্শিদাবাদ মডেল’ বাকি রাজ্যকে দিশা দেখাবে বলেও মনে করেন তিনি।
এনআরসি সমাজে পার্থক্য তৈরি করছে, নাগরিকপঞ্জী নিয়ে সংসদে কেন্দ্রের বিরুদ্ধে সরব অধীর রঞ্জন