For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধায়কদের ভাতা দ্বিগুণ হচ্ছে! তবু মমতার রাজ্য পিছিয়ে যোগী-কেসিআরদের তুলনায়

ফের বাড়ছে বিধায়কদের বেতন! সোমবার বিধানসভার অধিবেশনে বিধায়কদের দৈনিক ভাতা বাড়ানোর প্রস্তাব পেশ করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ফের বাড়ছে বিধায়কদের বেতন! সোমবার বিধানসভার অধিবেশনে বিধায়কদের দৈনিক ভাতা বাড়ানোর প্রস্তাব পেশ করা হয়েছে। এনটাইটেল কমিটির দেওয়া প্রস্তাব মঞ্জুর করলেই বিধায়কদের বেতন এক লাফে বেড়ে যাবে অনেকটাই। পশ্চিমবঙ্গের বিধায়কদের দৈনিক ভাতা এক হাজার টাকা থেকে বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

বিধায়কদের ভাতা দ্বিগুণ হচ্ছে মমতার রাজ্যে! তবু পিছিয়ে

বর্তমানে প্রতি মাসে বেতন ও ভাতা মিলিয়ে ৮১ হাজার ৩০০ টাকা পান বিধায়করা। দৈনিক ভাতা পান এক হাজার টাকা। দীর্ঘদিন ধরে এই দাবি করে আসছিলেন বিধায়করা। অবশেষে সেই দাবি মেনে এনটাইটেল কমিটি বিধায়ক ও মন্ত্রীদের সমান ভাতা দেওয়ার প্রস্তাব পেশ করল। সেইমতো বিধানসভার অধিবেশন চলাকালীন ২০০০ টাকা দৈনিক ভাতা পাবেন। আর বাকি দিনগুলিতে পাবেন ১০০০ টাকা করে।

এই প্রস্তাব মান্যতা পেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় তৃতীয়বার বাড়বে বিধায়কদের বেতন। শেষবার বেড়েছিল ২০১৭ সালের ১১ মার্চ। দেড় বছর পর ফের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলেও অন্য রাজ্যের তুলনায় পিছিয়েই থাকবেন পশ্চিমবঙ্গে বিধায়করা।

উল্লেখ্য, উত্তরপ্রদেশের বিধায়করা বেতন পান মাসে ১.৮ লক্ষ টাকা। দিল্লির বিধায়করা পান ২.১০ লক্ষ টাকা। আর তেলেঙ্গানার বিধায়করা পান ২.৫ লক্ষ টাকা। তার তুলনায় অনেক পিছিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা।

English summary
The salary of West Bengal’s MLA is hiked again. Entitle committee submits the proposal in Assembly.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X