For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিলীপ-গড়ে বিজেপির প্রার্থী পদে চমক, ‘বিদ্রোহী’ বিধায়ক হিরণ পেলেন পুরভোটের টিকিট

একেবারে শেষলগ্নে এসে প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। দিলীপ-গড়ে মধ্যরাতে প্রার্থী তালিকা প্রকাশ করা হয় বিক্ষোভ এড়াতে। তবু বিক্ষোভ এবং অস্বস্তি কিছুই এড়াতে পারল না।

Google Oneindia Bengali News

একেবারে শেষলগ্নে এসে প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। দিলীপ-গড়ে মধ্যরাতে প্রার্থী তালিকা প্রকাশ করা হয় বিক্ষোভ এড়াতে। তবু বিক্ষোভ এবং অস্বস্তি কিছুই এড়াতে পারল না। পশ্চিম মেদিনীপুর জেলার পুরসভাগুলির প্রার্থী তালিকা প্রকাশে এদিন চমকও ছিল যথেষ্ট। কারণ দিলীপ-গড়ে এবার প্রার্থী করা হয়েছে বিজেপির বিদ্রোহী বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে।

দিলীপ-গড়ে বিজেপির প্রার্থী পদে চমক, ‘বিদ্রোহী’ বিধায়ক হিরণ

খড়গপুর পুরসভা নির্বাচনে বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরই একাধিক ওয়ার্ডে বিক্ষোভ দেখান বিজেপিকর্মীর।প্রকাশ্যে এসে পড়ে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব। এই নির্বাচনে যাঁদের নাম ঘোষণা করা হয়েছে তাঁদের মধ্যে অনেকেই বিজেপি কর্মীরা মানতে নারাজ। এক বিজেপি নেত্রী প্রকাশ্যে সরব হন দলীয় প্রার্থীর বিরুদ্ধে। তাঁকে ভোট না দেওয়ার আবেদনও করেন। ১৮ নং ওয়ার্ডে বিজেপি পার্টি অফিস ভাঙচুর চালায় বিজেপিকর্মীরাই। ছিঁড়ে ফেলা হয় দলীয় ব্যানার।

নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হতে শুরু করেছে খড়গপুর শহর। প্রথমত রাত ১১টার পর প্রার্থী তালিকা প্রকাশ করা, তা নিয়ে বিভিন্ন মহল থেকে বিভিন্ন সমালোচনা হচ্ছে। কেন এত গভীর রাতে প্রার্থী তালিকা প্রকাশ, বিজেপির এই সিদ্ধান্তের গোষ্ঠীদ্বন্দ্বের আভাস প্রকট হয়েছে। এই বিতর্কের মাঝে হিরণ চট্টোপাধ্যায়ের প্রার্থী হওয়া তাৎপর্যপূর্ণ।

কারণ কিছুদিন আগেই বিজেপিকে বেসুরো বাজতে শুরু করেছিলেন। দিলীপ ঘোষের সঙ্গে সংঘাতে তিনি ছেড়ে দিয়েছিলেন বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ। এমনকী উন্নয়নের সঙ্গে চলতে চান বলে জল্পনা বাড়িয়েছিলেন দল ছাড়ার। তারপর অবশ্য তিনি আভাস দিয়েছিলেন বিজেপিতেই থেকে যাওয়ার। তিনি বলেছিলেন, দল বললেই তিনি যুক্ত হবেন হোয়াটস অ্যাপ গ্রুপে।

তারপর এই পুরসভা নির্বাচনে তাঁর প্রার্থী হওয়া তাৎপর্যপূর্ণ। তিনি যে সামনের সারিতে থেকে রাজনীতি করতে চান, এটাই তার প্রমাণ। সেই কারণেই বিধায়ক হওয়ার পরও তিনি পুরভোটে প্রার্থী হচ্ছেন বিজেপির। হিরণ নিজেই ভোটে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করেছিলেন। তারপর তাঁর নামও পাওয়া গেল খড়গপুর পুরসভার প্রার্থী তালিকায়। তিনি একাধারে বিধায়ক অন্যধারে কাউন্সিলর হয়ে উন্নয়ন করতে চান এলাকার।

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর যেমন বিক্ষোভ দানা বেঁধেছিল, তেমনই বিজেপির ক্ষেত্রেও তার অন্যথা হল না। বিজেপির গোষ্ঠী কোন্দলও চরমে পৌঁছে গেল। বিজেপির খড়গপুর পুরসভা নির্বাচনের কনভেনর তুষার মুখোপাধ্যায়ের বাড়িতে হামলা চালাল বিক্ষুব্ধ-কর্মীরা। ইটবৃষ্টি হয়। দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা।

English summary
The rebel MLA Hiran Chatterjee gets BJP’s Municipal Election ticket in Dilip Ghosh’s Kharagpur.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X