বিলম্বিত বর্ষা ভাসাবে পুজোর বাংলা! আষাঢ়ে বৃষ্টির ঘাটতি কমবে আশ্বিনের শারদপ্রাতে
বিলম্বিত বর্ষাকালের ফাঁদে পড়ে এবার পণ্ড হতে পারে বাংলার দুর্গাপুজো। সেপ্টেম্বর পড়ে গিয়েছে। পুজোর আর বাকি হাতে গোনা ৩০ দিন। শুরু হয়ে গিয়েছে পুজো বাজার। অক্টোবরের শুরুতেই পুজো। তাই সেপ্টেম্বরে পুজোর বাজার তো পণ্ড হবেই, পুজোও ভাসাতে পারে বৃষ্টি, এমনই আশঙ্কা হাওয়া অফিসের।

আবহাওয়া দফতরের পূর্বাভাস
আলিপুর আবহাওয়া দফতরের তরফে এমনই ইঙ্গিত মিলেছে সম্প্রতি। বাতাসে পুজো পুজো গন্ধ ধুইয়ে দিতে শুরু করেছে বিলম্বিত বৃষ্টি। ভাদ্র মাস পড়তেই বৃষ্টির তেজ বাড়ছে। এবং এই ধারা আশ্বিন মাস পর্যন্ত চলবে বলেই জানিয়েছেন আবহবিদরা।

উদ্বেগে পুজোর বাংলা
আবহাওয়ার পূর্বাভাস, সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধের শুরু থেকেই নাগাড়ে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গজুড়ে। ফলে চিন্তার ভাঁজ পুজো উদ্যোক্তাদের কপালে। পুজোর বাজার নিয়েও উদ্বেগে গোটা বাংলা। তারপর পুজো যদি বৃষ্টিতে ভাসে, তাহলে সব আনন্দই মাটি।

ঘাটতি পূরণ আশ্বিনেই
আশ্বিনেই এবার আষাঢ়ের ঘাটতি পূরণ করতে পারে বৃষ্টি। এই সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। মৌসম ভবনেরও পূর্বাভাস, ১৫ সেপ্টেম্বরের পরও জারি থাকতে পারে বৃষ্টিপাত। ১৩-১৯ পর্যন্ত সাতদিন টানা বৃষ্টি হবে। এবার দক্ষিণবঙ্গে এই সময়ে বৃষ্টি হবে অনেকটাই বেশি।

ভাদ্র-আশ্বিন বর্ষাকাল
চতুর্থ সপ্তাহেও বৃষ্টির রেশ চলবে। এই সময়ে বৃষ্টিপাতের পরিমাণ অপেক্ষাকৃত কমবে। এবার বৃষ্টির ব্যাপক ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে খরার সম্ভাবনাও গ্রাস করেছিল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। শেষমেশ শ্রাবণের শেষ থেকে বৃষ্টি শুরু হয়েছে।