For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায়ও সেঞ্চুরি হাঁকাল পেঁয়াজের দাম

কলকাতাতেও সেঞ্চুরি হাঁকাল পেঁয়াজের দাম

Google Oneindia Bengali News

পেঁয়াজের দামের ঝাঁজে বাঙালির হেঁসেলে নাকের জলে চোখের জলে অবস্থা। মহারাষ্ট্রের পর এবার কলকাতাতেও পিঙ্ক সেঞ্চুরি হাঁকিেয়ছে পেঁয়াজের দাম। শহরের গুরুত্বপূর্ণ বাজারগুলিতে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। কোথাও কোথাও আবার ১০০ টাকা ছাড়িয়ে ১১৫ টাকায় পৌঁছে গিয়েছে পেঁয়াজের দাম। এমনকী কলকাতা শহরেরে সবচেয়ে বড় পাইকারি সবজির বাজার কোলে মার্কেটেও পেঁয়াজের দাম ১০০ টাকা কেজি।

কলকাতাতেও সেঞ্চুরি হাঁকাল পেঁয়াজের দাম

হিসেব মতো কলকাতায় প্রতিদিন ১৪০০ টন পেঁয়াজ আসে। পোস্তার ব্যবসায়ী সমিতির বলছে পেঁয়াজের এতো দাম এর আগে কখনও হয়নিষ ১৯৯৯ সালে একবার পেঁয়াজের দাম এতোটাই বেড়েছিল যে সেটা ভোটের ইস্যু হয়ে দাঁড়িয়েছিল। কয়েকদিন আগেই রাজ্যের মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সবজির মাত্রাতিরিক্ত দাম নিয়ন্ত্রণ কড়া পদক্ষেপ করেছেন। শহর এবং জেলার প্রায় সব বাজারেই অভিযান চালাচ্ছে টাস্ক ফোর্স। ফাটকা কারবারিদের ধরতেই টাস্ক ফোর্সের এই হানা বলে মনে করা হচ্ছে। কিন্তু তার পরেই পেঁয়াজের দামের উপর নিয়ন্ত্রণে আনা যায়নি।

নিউমার্কেটে ১১০ টাকা, যাদবপুরে ১১৫ টাকা, সল্টলেকের বিডি মার্কেটে ১০০ টাকা এবং কলেজস্ট্রিট মার্কেটে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাঙালির সাধের পেঁয়াজ। পরিস্থিতি সামাল দিতে সরকার ৫৯ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করা শুরু করেছে। কিন্তু তার জন্য সরকার নির্ধারিত আউটলেটে েযতে হবে ক্রেতাদের।

English summary
the price of onions has gone up by a Rs.100 in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X