For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুরুংয়ের নাম বাদ ভোটার তালিকায়! পোস্টার-রাজনীতিতে বোঝালেন জনসমর্থন তাঁর দিকে

খোদ বিমল গুরুংয়ের নামই বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। তারই প্রতিবাদে পোস্টার পড়ল কালিম্পংয়ে। অবিলম্বে বাদ পড়া নামগুলি অন্তর্ভুক্তির দাবি।

Google Oneindia Bengali News

খোদ বিমল গুরুংয়ের নামই বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। তারই প্রতিবাদে পোস্টার পড়ল কালিম্পংয়ে। স্থানীয় জনতার নামে এই পোস্টারে প্রতিবাদ জানানো হয়েছে- বিমল গুরুং, রোশন গিরি-সহ গোর্খা জনমুক্তি মোর্চা কর্মীদের নাম বাদ দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে। আমরা এর প্রতিকার চাই। অবিলম্বে বাদ পড়া নামগুলি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।

গুরুংয়ের নাম বাদ ভোটার তালিকায়! পোস্টার-রাজনীতিতে বোঝালেন জনসমর্থন তাঁর দিকে

পাহাড়ে আন্দোলন পর্ব শেষ হয়েছে। বিমল গুরুং পাহাড় ছাড়া। বিমল গুরুং অনুগামীরাও কোণঠাসা। এই অবস্থায় বিমল গুরুংয়ের এক সময়ের সহযোগী বিনয় তামাং জাঁকিয়ে বসেছেন পাহাড়ে। নিজের ভিতও শক্ত করে ফেলেছেন ইতিমধ্যে। এই অবস্থায় বিমল গুরুংয়ের সমর্থনে প্রচারে অন্য মাত্রা যোগ হল পাহাড় রাজনীতিতে।

নেপালি ভাষায় এই পোস্টারগুলিতে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করা হয়েছে। ভোটার তালিকা থেকে এলাকায় অনুপস্থিত বাসিন্দাদের নাম কেটে বাদ দেওয়ার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র আছে বলে মনে করা হচ্ছে। আবার এরই মাঝে প্রশ্ন উঠেছে, রাতের অন্ধকারে শহরজুড়ে করা পোস্টার লাগাল। এই পোস্টার রাজনীতি শুরু হওয়ায় পাহাড়ে নতুন করে উত্তেজনার পারদ চড়ছে।

শুধু পাহাড় নয়, শিলিগুড়ি সংলগ্ন সুকনাও প্রতিবাদ-পোস্টারে ছেয়ে গিয়েছে। বিমল গুরুং ও রোশন গিরির নাম কেটে বাদ দেওয়ার প্রতিবাদ জানানো হয়েছে। ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ার প্রতিবাদে সরব হয়েছিলেন বিমল গুরুং স্বয়ং। এবার পোস্টার রাজনীতির মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন এখনও পাহাড়ে তাঁর সঙ্গে জনসমর্থন রয়েছে।

English summary
The poster campaigning starting in hill in supporting of Bimal Gurung. Recently Bimal Gurung and others name are excluded from voter list,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X