For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার ধাক্কায় টলমল বাণিজ্য! আটটি মূল শিল্পের উৎপাদন হ্রাস পেল ২৩.৪ শতাংশ

আটটি মূল অবকাঠামোগত শিল্পের উৎপাদন মে মাসে মারাত্মক হ্রাস পেয়েছে। বাণিজ্য ও শিল্প মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে, আটিটি অবকাঠামোগত শিল্পের আউটপুট হ্রাস পেয়েছে ২৩.৪ শতাংশ।

Google Oneindia Bengali News

আটটি মূল অবকাঠামোগত শিল্পের উৎপাদন মে মাসে মারাত্মক হ্রাস পেয়েছে। বাণিজ্য ও শিল্প মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে, আটিটি অবকাঠামোগত শিল্পের আউটপুট হ্রাস পেয়েছে ২৩.৪ শতাংশ। মঙ্গলবার বাণিজ্য ও শিল্প মন্ত্রকের প্রকাশিত তথ্যে দেখা গেছে, ২০১৯-এর মে মাসে আটটি মূল অবকাঠামোগত শিল্পের আউটপুট ৩.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

করোনার ধাক্কায় আটটি মূল শিল্পের উৎপাদন হ্রাস পেল ২৩.৪ শতাংশ

সার বাদে কয়লা, অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস, শোধনাগার পণ্য, ইস্পাত, সিমেন্ট এবং বিদ্যুৎ- এই সাতটি শিল্পক্ষেত্রে মে মাসে নেতিবাচক প্রবৃদ্ধি রেকর্ড করা হয়েছে। ২০২০-২১ এপ্রিল ও মে-তে এই শিল্পসমূহের আউটপুট ৩০ শতাংশ হ্রাস পেয়েছে। কারণ আগের বছরের একই সময়ে ৪.৫ শতাংশ ছিল আউটপুট।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, "কোভিড-১৯ মহামারীর কারণে ২০২০ সালের এপ্রিল ও মে মধ্যে দেশব্যাপী লকডাউনের পরিপ্রেক্ষিতে কয়লা, সিমেন্ট, ইস্পাত, প্রাকৃতিক গ্যাস, শোধনাগার, অপরিশোধিত তেল ইত্যাদি বিভিন্ন শিল্পের উৎপাদন যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্থ হয়েছে। উল্লেখ্য, এই আটটি শিল্পের শিল্প উত্পাদন সূচকে ৪০.২৭ শতাংশ।

English summary
The output of eight core infrastructure industries shrank by 23.4 per cent in May due to coronavirus-induced lockdown.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X