মমতা-মন্ত্রিসভায় কমছে দফতরের সংখ্যা, মিলিয়ে দেওয়া হচ্ছে অনেক মন্ত্রক, রদবদল সচিব পর্যায়েও
কলকাতা, ১২ ডিসেম্বর : মমতা-মন্ত্রিসভায় দফতরের সংখ্যা কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। নয়া এই পরিকল্পনার বাস্তবায়নে ডিসেম্বরেই বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন বছরের শুরু থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করতে উৎসাহী তিনি। ইতিমধ্যেই কোন কোন দফতরকে মিলিয়ে দেওয়া হবে, সেই খসড়া প্রস্তুত করে ফেলেছেন মুখ্যমন্ত্রী। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় মন্ত্রীর সংখ্যা কমছে। পরিবর্তন হবে সচিব পর্যায়েও। কেননা দফতর কমলে, কমবে সচিব সংখ্যাও। সেক্ষেত্রে রদবদলের সম্ভবনা প্রবল।
বর্তমান রাজ্য মন্ত্রিসভায় দফতরের সংখ্যা ৬৩। অন্তত দশটি দফতর কমানো হতে পারে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক দফতর মিলিয়ে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে ৫০ থেকে ৫৩ হতে পারে রাজ্য মন্ত্রিসভার দফতরের সংখ্যা। গতিশীল প্রশাসনের লক্ষ্যে মমতার এই সিদ্ধান্ত।

স্থির হয়েছে কৃষি, কৃষি বিপণন ও খাদ্য পক্রিয়াকরণ দফতর মিলিয়ে দিয়ে একটি দফতর হবে। তেমনই শিক্ষা, উচ্চশিক্ষা ও কারিগরি দফতরও মিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রীড়া ও যুবকল্যাণ দফতরও মিলিয়ে দেওয়া হতে পারে। আরও অন্যান্য দফতর নিয়েও ভাবনা-চিন্তা চালানো হচ্ছে।
এই মাসের নির্ধারিত মন্ত্রিসভার বৈঠকের গুরুত্ব তাই বেড়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তে। এই বৈঠকেই ঠিক হবে কোন কোন দফতর মিলিয়ে দেওয়া হচ্ছে। শুধু তো মন্ত্রীর সংখ্যাই নয়, দফতর কমে যাওয়ায় সচিবের সংখ্যাও কমে যাবে। সচিবদের ভাগ্য নির্ধারণেও এই বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ। কারা বাদ পড়েন, তাঁদের কীভাবে কাজে লাগান মুখ্যমন্ত্রী, তা নির্ভর করছে এই বৈঠকের উপর।