For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতায় আরও বাড়ল কন্টেনমেন্ট জোনের সংখ্যা, সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে উদ্বেগ গোটা রাজ্যেই

কলকাতায় আরও বাড়ল কন্টেনমেন্ট জোনের সংখ্যা, সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে উদ্বেগ গোটা রাজ্যেই

  • |
Google Oneindia Bengali News

৬ তারিখ কলকাতায় যেখানে কন্টেনমেন্ট জোনের সংখ্যা ছিল ৭৯৯ সেটাই ৮ তারিখ পৌঁছাল ১ ছাড়িয়ে গেল। আর এখানেই আরও উদ্বেগ বাড়ছে শহরবাসীর। আনলক ১-র হাত ধরে লকডাউনে শিথিল হলে আগের থেকে অনেকটাই স্বাভাবিক ছন্দে ফিরেছে তিলোত্তমা। কিন্তু তারপরেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণের পরিমাণ।

কন্টেনমেন্ট জোনের ১৫-৩০ শতাংশ মানুষ করোনা আক্রান্ত

কন্টেনমেন্ট জোনের ১৫-৩০ শতাংশ মানুষ করোনা আক্রান্ত

সম্প্রতি রাজ্য সরকার কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী কলকাতায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা ১০০৯ টি। এদিকে আইসিএমআর কর্তৃক প্রকাশিত এক তথ্য অনুসারে জানা যাচ্ছে দেশের যে সমস্ত এলাকায় কন্টেনমেন্ট জোন রয়েছে সেখানকার ১৫-৩০ শতাংশ মানুষই করোনা আক্রান্ত হয়েছেন। এদিকে বুধবারই গোটা রাজ্যে করোনা সংক্রমণ ৯ হাজার পার করে গেল বলে জানা যাচ্ছে। ১০ই জুন নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪৩ জন। ১০ই জুন পর্যন্ত গোটা রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৯৩২৮।

কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজারের গণ্ডি পার করেছে

কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজারের গণ্ডি পার করেছে

এদিকে এখনও পর্যন্ত কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ৩১২৮। যার মধ্যে ১৬৩২ জন চিকিৎসাধীন। ১২২১ জন ছাড়া পেয়েছেন। পাশাপাশি মারা গেছেন ২৭৫ জন। কলকাতার পাশাপাশি হাওড়ার অবস্থাও যথেষ্ট সঙ্গিন। সেখানে এখনও পর্যন্ত মোট ১৫২৪ জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। মারা গেছেন ৫৫জন। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগণা। সেখানে আক্রান্ত ১২৫৮। মৃত ৬৩।

নতুন করে কোন কোন এলাকা এল কন্টেনমেন্ট জোনের আওতায় ?

নতুন করে কোন কোন এলাকা এল কন্টেনমেন্ট জোনের আওতায় ?

এদিকে গত কয়েকদিনে কলকাতায় নতুন কন্টেনমেন্ট জোনের আওতায় ঢুকে পড়েছে গার্ডেন রিচ, বেহালা পর্ণশ্রী, হরিদেবপুর, আনন্দপুর, পণ্ডিতিয়া রোডের একাটা বড় এলাকা। পাশাপাশি রুবি, টলিগঞ্জ, কালিকাপুর(অভিসিক্তা), চারু মার্কেট, চেতলা, প্রিন্স আনয়োর শাহের একটা বড় এলাকাও কন্টেনমেন্ট জোনের আওতায় ঢুকে পড়েছে। বিশেষজ্ঞদের ধারণা লকডাউন শিথিল হওয়ার পর দক্ষিণ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতে তুলমূলক ভাবে অনেকটাই বেশি ছড়িয়েছে করোনা সংক্রমণ।

বাড়ছে ডিসচার্জ রেট

বাড়ছে ডিসচার্জ রেট

এদিকে করোনা প্রাদুর্ভাবের জেরে গোটা রাজ্যের অবস্থাও ক্রমশ আরও সঙ্গিন হচ্ছে। বাড়ছে মৃত্যুর হার। রাজ্য সরকার সূত্রে খবর, ১০ জুন পর্যন্ত ২ লক্ষ ৯৭ হাজার ৪১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষিতদের মধ্যে করোনা পজিটিভের হার ৩.১৪ শতাংশ। যদিও সুস্থতার হারও আগের থেকে অনেকটা বেড়েছে বলে জানা যাচ্ছে। রাজ্যের হাসপাতাল গুলিতে এই মুহূর্তে ডিসচার্জ রেট ৪০.৫১ শতাংশ।

আইসিইউ বেডের জন্য অপেক্ষা করতে গিয়ে মৃত্যু মায়ের, হাসপাতালের শৌচালয়ে মিলল দিদিমার দেহআইসিইউ বেডের জন্য অপেক্ষা করতে গিয়ে মৃত্যু মায়ের, হাসপাতালের শৌচালয়ে মিলল দিদিমার দেহ

English summary
number of containment zones in Kolkata has increased with concerns regarding the spread of corona infection in the state
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X