For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টালা ব্রিজ বন্ধের জেরে এবার থেকে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধাত মেট্রো রেলের

  • |
Google Oneindia Bengali News

যান চলাচল অনেকদিন আগেই বন্ধ হয়েছিলো টালা ব্রিজর উপর দিয়ে। এবার তা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়ায় অতিরিক্ত যানজট এড়াতে আগামী ৪ঠা নভেম্বর থেকে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিলো কলকাতা মেট্রো।

টালা ব্রিজ বন্ধের জেরে এবার অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত কলকাতা মেট্রোর


মেট্রো রেল সূত্রে খবর, নোয়াপাড়া ও দমদমের মধ্যে ১০টি অতিরিক্ত ট্রেন চালানো হবে এবার থেকে। ১১১ টি ট্রেনের পরিবর্তে ১২১টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল। তবে রবিবারের পরিষেবার কোনও বদল হচ্ছেনা। সোমবার থেকে শুক্রবার কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত ২৮৪ টি ট্রেনের পরিবর্তে ২৮৮টি ট্রেন চালানো হবে বলেও জানানো গেছে।

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী ব্যানার্জী বলেন, "টালা ব্রিজের উপর দিয়ে যান চলাচলের বিধি নিষেধের কারণেই এই অতিরিক্ত পরিষেবাগুলি প্রদান করা হচ্ছে মেট্রো রেলের পক্ষ থেকে। মূলত উত্তর কলকাতার সাধারণ মানুষকে যানজট থেকে স্বস্তি দিতেই আমাদের এই সিদ্ধান্ত।"

তবে জনগণের সুবিধার্থে মেট্রো পরিষেবা বাড়ানো হলেও সাধারণ মানুষের মনে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। সাম্প্রতিক সময়ে একের পর এক মেট্রো-রেল দুর্ঘটনার পরিমাণ অনেকটাই বৃদ্ধি পেয়েছে বলে মনে করেছে নিত্যযাত্রীদের একাংশ। অন্যদিকে, গত শুক্রবার সন্ধ্যা ৭টা ৫২ মিনিটে ময়দান মেট্রো স্টেশনে চলন্ত মেট্রোর একটি কামড়াতে আগুনের ফুলকি দেখা দেওয়ায় উত্তেজনা ছড়ায় যাত্রীদের মধ্যে। যার জেরে মেট্রো চলাচলে সাময়িক ব্যাঘাতও ঘটে।

প্রত্যক্ষদর্শীদের কথায়, কবি-সুভাষ থেকে আগত মেট্রোটি ময়দান স্টেশনে প্রবেশের সময় একটি বগিতে হঠাত্ই আগুনের ফুলকি দেখতে পান কয়েকজন যাত্রী। এর জেরে প্রবল উত্তেজনা ছড়ায় যাত্রীদের মধ্যে। তৎক্ষণাৎ যাত্রীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়ারও ব্যবস্থা করা হয় মেট্রো রেলের তরফে। ঘটনার প্রায় ২০ মিনিট পর ট্রেনটিকেও ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে পরিষেবা।

English summary
Kolkata Metro has decided to run additional trains in the wake of the closure of Tala Bridge
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X