For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বুলবুলের হাত থেকে কলকাতাকে রক্ষা করেছে সুন্দরবনের ম্যানগ্রোভ

বুলবুলের হাত থেকে কলকাতাকে রক্ষা করেছে সুন্দরবনের ম্যানগ্রোভ

Google Oneindia Bengali News

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব সেভাবে পড়েনি সুন্দরবনে। তার কারণ বুলবুলকে কিছুটা হলেও প্রতিরোধ করতে পেরেছে সুন্দরবন এলাকার ঢাল ম্যানগ্রোভ। এমনটাই মনে করছেন পরিবেশ কর্মীরা। তাঁরা জানিয়েছেন, ম্যানগ্রোভ এলাকার কাছে যে সমস্ত অঞ্চলগুলি রয়েছে সেখানে বুলবুল সেভাবে ক্ষতি করতে পারেনি।

বুলবুলের হাত থেকে কলকাতাকে রক্ষা করেছে সুন্দরবনের ম্যানগ্রোভ


পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র বলেন, '‌সাগরদ্বীপ ও তার চারপাশের কিছু অঞ্চল যেখানে ম্যানগ্রোভের সংখ্যা কম, ঘূর্ণিঝড়ের প্রভাব সেখানে খুব বাজেভাবে পড়েছে। অন্যদিকে সাগরদ্বীপের পূর্ব অংশ যেটি ম্যানগ্রোভে ঢাকা সেখানে ঘূর্ণিঝড়ের প্রভাব অনেকটাই কম। কল্যাণ রুদ্র জানান, জি প্লটের গোবর্ধনপুর, মৌসুনি দ্বীপ এবং সাগরের অন্য অংশে যেখানে ম্যানগ্রোভ প্রায় নেই বললেই চলে, সেইসব এলাকায় ঘূর্ণিঝড় ব্যাপক ক্ষতি করেছে। তিনি বলেন, '‌ম্যানগ্রোভ সংরক্ষণের গুরুত্ব যে সবচেয়ে বেশি তা দেখিয়ে দিয়ে গিয়েছে এই ঘূর্ণিঝড়।’‌ প্রসঙ্গত সেই ব্রিটিশ আমল থেকেই সুন্দরবন সহ ৫৪টি দ্বীপ বসবাসযোগ্য করে তোলার জন্য নির্বিচারে ম্যানগ্রোভ ধ্বংস করা হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদ্যা বিভাগের প্রধান ম্যানগ্রোভ ইকোলজি বিশারদ পুর্নবাসু চৌধুরি বলেন, '‌বাঁধ সহ নদীর ধারগুলিতে আংটির মতো যে ম্যানগ্রোভ ঘিরে রয়েছে, সেটাই সুন্দরবনের রক্ষাকবচ। এটা প্রমাণিত যে ঘূর্ণিঝড় বা সুনামির মতো প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে ম্যানগ্রোভ উপকূলকে রক্ষা করে। যার কোনও ব্যতিক্রম নেই।’‌

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহ–অধ্যাপক ও উপকূল বিভাগের বিশেষজ্ঞ গুপিনাথ ভাণ্ডারিও একই মত পোষণ করে বলেন, '‌২০০৯ সালের আইলার পর থেকেই ম্যানগ্রোভ একই ধরনের ভূমিকা পালন করছে। শুধু তাই নয়, এবারের ঘূর্ণিঝড়ে ম্যানগ্রোভ শুধু সুন্দরবনের ঢাল হয়েই কাজ করেনি বরং তার সীমান্তবর্তী শহর কলকাতাকেও ঝড়ের ক্ষতি থেকে রক্ষা করেছে। রাজ্যের বনদপ্তর ম্যানগ্রোভ সংরক্ষণের জন্য বেশ কিছু বছর ধরে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করছে। সুন্দরবনের সুন্দরী, গোরান এবং গেওয়াতে বনদপ্তর ম্যানগ্রোভ বসিয়েছে। বনদপ্তর সূত্রে বলা হয়েছে, '‌সুন্দরবনকে ম্যানগ্রোভ দিয়ে ঢেকে দিতে রাজ্য সরকারের পক্ষ থেকে ৭৩.‌০২ লক্ষ টাকা অনুদান পাওয়া গিয়েছে।’‌

তৈরি পরের দুই ঘূর্ণিঝড়ের নাম! আরও নতুন নাম নিয়ে ব্যস্ত ৮টি দেশ তৈরি পরের দুই ঘূর্ণিঝড়ের নাম! আরও নতুন নাম নিয়ে ব্যস্ত ৮টি দেশ

English summary
the mangroves have protected kolkata along with sundarban from the bulbulies
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X