For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'নরবলি' দেওয়ার চেষ্টা বীরভূমে! স্ত্রী-ছেলে-মেয়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

স্ত্রী ছেলে ও মেয়ে এই তিনজন মিলে তাকে 'নরবলি' দেওয়ার চেষ্টা ও পরিকল্পনা করে। এমনই অভিযোগ বীরভূম জেলার সাঁইথিয়ার দশ নম্বর ওয়ার্ডের শিবতলা এলাকার বাসিন্দা সুধাকর সূত্রধরের।

  • |
Google Oneindia Bengali News

স্ত্রী ছেলে ও মেয়ে এই তিনজন মিলে তাকে ' নরবলি ' দেওয়ার চেষ্টা ও পরিকল্পনা করে। এমনই অভিযোগ বীরভূম জেলার সাঁইথিয়ার দশ নম্বর ওয়ার্ডের শিবতলা এলাকার বাসিন্দা সুধাকর সূত্রধরের। বলি দেওয়ার জন্য জন্য তাকে দীর্ঘ দিন ধরে ঘরে আটকে রাখা হয় বলেও অভিযোগ তার।

নরবলি দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর অভিযোগ বীরভূমে

শেষে শুক্রবার রাতে বাড়ির পাঁচিল টপকে পালিয়ে এসে একটি ক্লাবের ছেলেদের কাছে তিনি পুরো বিষয়টা জানান। তার পর পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। পুলিশ জানায় যে এই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে গ্রেফতার করেছে তার স্ত্রী সরস্বতী ও মেয়ে কাঞ্চন সূত্রধরকে। তার ছেলে পালিয়ে যায়।

বীরভূম জেলার পুলিশ সুপার শ্যাম সিং যাদব জানিয়েছেন যে অভিযোগ পত্রে কোথাও নরবলি দেওয়ার চেষ্টার উল্লেখ করা হয়নি। ওই বৃদ্ধের অভিযোগ যে তাকে শারিরীক ও মানসিক নির্যাতন করা হয়েছে । ওই বৃদ্ধের স্ত্রী ও মেয়েকে গ্রেফতার করা হয়েছে । তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে যে সুধাকর সূত্রধর নিজে নিজে বৈষ্ণব হলেও তার স্ত্রী ছেলে মেয়ে শাক্ত। ঘরে তারা শ্মশানকালী প্রতিষ্ঠা করেছে । দীর্ঘ দিন ধরে ঘরের ভেতর আটকে রাখা হয়েছে সুধাকর সূত্রধরকে। অমাবস্যার দিন তাকে বলি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই বৃদ্ধ।

এদিকে তার পরিবারের সদস্যরা এলাকার লোকজনকে জানিয়েছিলেন যে ' নামগান ' করতে বৃন্দাবন গিয়েছেন সুধাকর । ঘরের বাইরে বের হতে পারতেন না তিনি । তাই এলাকার লোকজন ওই কথা বিশ্বাস করেছিল । শুক্রবার রাতে পাঁচিল টপকে পালিয়ে এসে এলাকার লোকজনকে তার ওই নির্যাতনের কথা বলেন সুধাকর সূত্রধর । তার পর থানায় অভিযোগ দায়ের করা হয় ।

English summary
The man accused his wife and son to give 'Norbali' in Birbhum.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X