For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌দিল্লির লকার রুমের ঘটনা সাহস দিল কলকাতার তরুণীকে, প্রকাশ্যে এল যাদবপুরের গুগল ড্রাইভ কেচ্ছা

‌দিল্লির লকার রুমের ঘটনা সাহস দিল কলকাতার তরুণীকে, প্রকাশ্যে এল যাদবপুরের গুগল ড্রাইভ কেচ্ছা

Google Oneindia Bengali News

এক–দু’‌দিন আগেই প্রকাশ্যে এসেছে ব্যক্তিগত ইনস্টাগ্রাম গ্রুপ '‌বয়েস লকার রুম’‌–এর ঘটনা। যেখানে দিল্লির নামজাদা স্কুলের পড়ুয়ারা নাবালিকা মেয়েদের আপত্তিকর ছবি, ধর্ষণ ও যৌনতা নিয়ে আলচনা করছে। এই একই ধরনের ঘটনা এবার ঘটল খোদ কলকাতা শহরে।

গুগল ড্রাইভে সেভ করা নগ্ন মেয়েদের ছবি ছড়ানো হচ্ছে

গুগল ড্রাইভে সেভ করা নগ্ন মেয়েদের ছবি ছড়ানো হচ্ছে

এক টুইটার ব্যবহারকারি নাম আইয়ুব্রোজ অভিযোগ তোলেন যে কলকাতার কিছু পুরুষ গুগল ড্রাইভ থেকে অর্ধ-নগ্ন ও নগ্ন মেয়েদের ছবি নিয়ে তা তাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। ওই টুইটে এও বলা হয় যে কুখ্যাত ইনস্টা গ্রুপ ‘‌বয়েস লকার রুম'-এর কার্যকলাপের সঙ্গে মিল রয়েছে এইসব পুরুষদের কার্যকলাপেও। ওই টুইট অনুযায়ী ওইসব মেয়েদের ছবি তাঁদের অনুমতি ছাড়াই ড্রাইভে রাখা হয়েছিল এবং অতীতে তাঁদের হুমকি দেওয়ার জন্য তা ব্যবহার করা হয়েছিল। একগুচ্ছ টুইটে এও বলা হয়েছে এই গুগল ড্রাইভ তৈরি করার পরিকল্পনা করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানের এক পড়ুয়া। ওই পড়ুয়া তার কিছু বন্ধু যারা একই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া তাদেরকেও গুগল ড্রাইভে ছবি নেওয়ার জন্য প্রবেশের অনুমতি দেয়।

‘‌ওপেন সিক্রেট’‌ যাদবপুরের

‘‌ওপেন সিক্রেট’‌ যাদবপুরের

কিছুক্ষণের মধ্যেই এই টুইট ভাইরাল হয়ে যায়। বহু মহিলা ওই দুই প্রাক্তন জেইউ-এর পড়ুয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয়। প্রাক্তন ওই পড়ুয়ার বন্ধুরা সবাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র। মহিলারা টুইটে লিখেছেন যে জেইউ-তে গুগল ড্রাইভ ‘‌ওপেন সিক্রেট'‌, যাইহোক এর আগেও এই পড়ুয়াদের দোষী প্রমাণিত করার কোনও প্রমাণ ছিল না। সূত্রের খবর, এই ড্রাইভ শুরু করা হয় ২০১৬ সালে, যদিও সঠিক তারিখটি জানা যায়নি। টুইটার ব্যবহারকারী আইয়ুব্রোজ জানিয়েছেন যে ওই গুগল ড্রাইভে তাঁরও ছবি রয়েছে। তিনি জানিয়েছেন যে তিনি সম্প্রতি তাঁদের বিষয়ে জানতে পারেন।

এক তরুণীর ব্যক্তিগত ছবি ছড়ানো হয়েছে

আইয়ুব্রোজ জানিয়েছেন, ২০১৫ সালে জেইউ-এর প্রাক্তন ছাত্রকে তাঁর কিছু ব্যক্তিগত ছবি তিনি পাঠান। সেই সময় তাঁরা দু'‌জনেই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আইয়ুব্রোজ যখন ওই ছাত্রকে ক্রমাগত তাঁর ব্যক্তিগত ছবি পাঠাতো তখন মনে করেছিল যে ওই ছবি নয় ফোন থেকে মুছে দেওয়া হয়েছে আর নয়ত বা তা ব্যক্তিগতভাবে রেখে দেওয়া হয়েছে। আইয়ুব্রোজ জানান যে তিনি প্রাক্তন ছাত্রের সঙ্গে ছবি শেয়ার করতে যখন অস্বাচ্ছন্দ্য বোধ করেন তখন তিনি সব যোগাযোগ তার সঙ্গে বন্ধ করে দেন। ওই মহিলা বলেন, ‘‌আমি যে ছবি পাঠিয়েছি তা আমি কাউকেই জানাইনি। এর দু'‌বছর পর কেউ আমাকে জানায় যে ওই ছবিগুলি নাকি সে দেখেছে। ২০১৮ সালে আমারই এক সহপড়ুয়া মিটু স্টোরি পোস্ট করেন এবং সেখানে আমি তাঁকে সহমর্মিতা দেখাতে গিয়ে লিখি যে কিছু বিষাক্ত পুরুষ এখনও রয়েছে। এই কথোপকথনের সময় আমার বান্ধবী আমায় জানায় যে সে আমার ওই ছবি সম্পর্কে জানে। আমি অবাক হযে যাই, কারণ কলেজের কাউকেই এ বিষয়ে আমি জানাইনি।'‌ এরপর ওই ছাত্রীর নজরে আসে যে ওই পড়ুয়া তাঁর কোনও ছবি ফোন থেকে সরায়নি বরং বহু লোক ওই ছবি দেখেছে এবং তাঁর অনেক বন্ধুরাই সেই ছবি অন্যদের মাধ্যমে দেখেছে। আইয়ুব্রোজ লক্ষ্য করেন যে তাঁর ছবি তাঁর সম্মতি ছাড়াই বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। ‘‌আমার সহপড়ুয়ারা এই ছবি দেখেছে আর আমায় জানানোরও প্রয়োজন বোধ করেনি।'‌ অন্য এক মহিলা দাবি করেছেন যে ওই প্রাক্তন পড়ুয়া নিজেই তাঁকে গুগল ড্রাইভ দেখিয়েছে এবং অন্য পড়ুয়াদেরও সে গর্বের সঙ্গে সেই গুগল ড্রাইভ দেখাচ্ছে।'

মুখ খুলতে রাজি নন কেউ

একটা বিষয় এখানে স্পষ্ট যে এই ড্রাইভের অস্তিত্ব রয়েছে। এমনকী বহু মহিলার সঙ্গে যাদবপুরের প্রাক্তন ওই পড়ুয়াও তা স্বীকার করেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনেকেই এই ড্রাইভ সম্পর্কে জানেন। মোটামোটুভাবে সকলেই একে-অপরের কাছ থেকে এই ড্রাইভ সম্পর্কে শুনেছেন কিন্তু কেউই এটা নিয়ে খোলাখুলিভাবে আলোচনা করতে রাজি নন। কেউ কেউ নিজেদের সুরক্ষা নিয়ে ভীত, তাই কেউই এতদিন এই ড্রাইভ প্রসঙ্গে মুখ খুলতে রাজি হননি। কিন্তু দিল্লিতে ‘‌বয়েস লকার রুম'‌-এর ঘটনা প্রকাশ্যে আসার পর মুখ খোলার সাহস পান কলকাতার এই তরুণী।

পাঞ্জাবে আচমকাই ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার মিগ ২৯ যুদ্ধবিমান! পাঞ্জাবে আচমকাই ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার মিগ ২৯ যুদ্ধবিমান!

English summary
The series of tweets mentioned that the idea of this particular Google drive was started by a student of Kolkata's prominent educational institution, Jadavpur University (JU)-- let's call him S. He had allegedly given access to the photos to a few of his friends, students of the same university.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X