For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বুলবুলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে রাজ্য, তৈরি হল নতুন নিয়ম

বুলবুল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর কথা বারবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকার।

  • |
Google Oneindia Bengali News

বুলবুল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর কথা বারবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকার। কিন্তু পুরনো নিয়মে ক্ষতিপূরণের টাকা ক্ষতিগ্রস্ত প্রায় পাঁচলক্ষ কৃষকের কাছে পৌঁছনো যাচ্ছিল না। এবার সেই বাধা দূর করতে নতুন নিয়ম তৈরির কথা জানানো হয়েছে।

ক্ষতিগ্রস্তদের কাছে সাহায্য পৌঁছনোয় বাধা

ক্ষতিগ্রস্তদের কাছে সাহায্য পৌঁছনোয় বাধা

মুখ্যমন্ত্রী বলেছেন, বুলবুলের ক্ষতিগ্রস্ত হলেও কোনও সাহায্য করেনি কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারই ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য করছে। কিন্তু সেই সাহায্যও এতদিন অনেক কৃষকের কাছে পৌঁছনো যাচ্ছিল না। কৃষকদের কাছে বৈধ কাগজপত্র না থাকায় বর্গাদার ও ক্ষেতমজুরদের কাছে ক্ষতিপূরণের টাকা পৌঁছে দিতে পারছিল না রাজ্য সরকার।

বাধা দূর করতে নতুন নিয়ম

বাধা দূর করতে নতুন নিয়ম

বাধা দূর করতে নতুন নিয়ম তৈরি করা হয়েছে। জানানো হয়েছে যেসব কৃষককের বৈধ কাজগপত্র নেই , তাঁদের ওয়ারিশন সার্টিফিকেট দেবে স্থানীয় পঞ্চায়েত। সার্টিফিকেটে পঞ্চায়েত জানাবে, নির্দিষ্ট জমির সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট কৃষক কিংবা বর্গাদার।

অনেকেই পেয়েছেন ক্ষতিপূরণের টাকা

অনেকেই পেয়েছেন ক্ষতিপূরণের টাকা

এখনও পর্যন্ত অনেক কৃষক বুলবুল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষতিপূরণের টাকা পেয়েছেন।

ক্ষতিপূরণ পাননি প্রায় ৫ লক্ষ কৃষক

ক্ষতিপূরণ পাননি প্রায় ৫ লক্ষ কৃষক

রাজ্যের কয়েকটি জেলায় নভেম্বরের শুরুতে আছড়ে পড়েছিল বুলবুল ঘূর্ণিঝড়। কিন্তু বৈধ কাগজপত্র না দেখাতে পারায় এখনও প্রায় ৫ লক্ষ কৃষক সাহায্যের টাকা পাননি।

English summary
The is new rules to help Bulbul cyclone affected farmers of West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X