For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কালবৈশাখীর পূর্বাভাস ছিলই, সঙ্গে দোসর এবার শিলাবৃষ্টি, দুই বঙ্গেই সতর্কবার্তা

পূর্বাভাস ছিলই, সেইমতোই কালবৈশাখী হানা দিল দক্ষিণবঙ্গে। কালবৈশাখীর হানায় তছনছ গোটা মুর্শিদাবাদ জেলা। শুধু কালবৈশাখীই নয়, সঙ্গে দোসর হয়ে এল শিলাবৃষ্টি।

Google Oneindia Bengali News

পূর্বাভাস ছিলই, সেইমতোই কালবৈশাখী হানা দিল দক্ষিণবঙ্গে। কালবৈশাখীর হানায় তছনছ গোটা মুর্শিদাবাদ জেলা। শুধু কালবৈশাখীই নয়, সঙ্গে দোসর হয়ে এল শিলাবৃষ্টি। ঝড় শেষ হতেই নামল শিলাবৃষ্টি। গোটা শহর মুড়ে গেল সাদা বৎফের চাদরে। বৈশাখের দ্বিতীয় দিনেই স্বস্তির আবহেই নেমে আসে দুর্যোগ।

কালবৈশাখীর পূর্বাভাস ছিলই, সঙ্গে দোসর হল শিলাবৃষ্টি

এদিন কালবৈশাখী ও শিলাবৃষ্টির দাপটে বোরো চাষের প্রভূত ক্ষতি হবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। আমের ফলনেও ক্ষতি ডেকে আনতে পারে এই শিলাবৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে কলকাতা ও শহরতলির জেলাগুলিতে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এদিন রাতে কলকাতা, দুই ২৪ পরগনা, ও হাওড়া-হুগলিতে কালবৈশাখী আসতে পারে। সেইমতোই মঙ্গলবার রাত সাড়ে নটার পর থেকেই ঝোড়ো হাওয়া শুরু হয়ে যায়। বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে বেশ কিছু জেলায়। ৪৫ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বঙ্গেই। দ্বিতীয় দফা ভোটের আগে ভাসতে পারে এলাকা। বিঘ্ন ঘটতে পারে ভোট প্রচার এবং ভোটদানও। আবহাওয়াবিদরা সতর্কবার্তা দিয়েছেন দুর্যোগের।

English summary
The hail storm stuck on Murshidabad with Kalbaishakhi. Weather Office forecasts rain and storm continues next two days.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X