For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরোধ মেটাতে মমতার সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব রাজ্যপালের

রাজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার প্রস্তাব রাজ্যপাল জগদীপ ধনকরের

  • |
Google Oneindia Bengali News

এবার রাজ্যের একাধিক সমস্যা নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার প্রস্তাব দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। পাশাপাশি রাজ্যপাল জগদীপ ধনকর বলেন, সরকার ও রাজভবনের মধ্যে চলমান কোন্দল সমাধানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তিনি সর্বত ভাবে আলোচনার জন্য প্রস্তুত আছেন।

দায়িত্ব গ্রহণের পর একাধিকবার বিতর্কে রাজ্যপাল

দায়িত্ব গ্রহণের পর একাধিকবার বিতর্কে রাজ্যপাল

এদিকে দায়িত্ব গ্রহণের পরই রাজ্য সরকারের সঙ্গে একাধিকবার ‘বিতর্কে' জড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। সম্প্রতি তার বিরুদ্ধে অভিযোগ ওঠে বিধানসভার প্রস্তাবিত একাধিক বিলে সময়মতো অনুমোদন না দেওয়ার। উল্টোদিকে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত চরমে ওঠে সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের পরিদর্শন ঘিরে।

বুধবার রাজ্যপাল অভিযোগ করেন এদিন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেলে তাঁকে কেউ স্বাগত জানাতে আসেননি। তার অভিযোগ উপাচার্যকে আগাম জানানো হলেও তার দরজাও নাকি বন্ধ ছিল। এরপরই রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে রাজনীতিকরণ করার জন্য রাজ্য সরকারকে দায়ী করেন রাজ্যপাল।

প্রস্তাবিত বিলে সই না করার অভিযোগ

প্রস্তাবিত বিলে সই না করার অভিযোগ

এরই মধ্যে রাজ্যপালের ভূমিকা নিয়ে চরম ক্ষোভ করতে দেখা যায় বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যপাল বিধানসভার প্রস্তাবিত অনেক বিলেই সই করতে অযাচিত দেরি করছেন বলে দুদিন আগেই অভিযোগ করেন তিনি। সেই কারণে দুদিনের জন্য বিধানসভার সমস্ত অধিবেশন মুলতুবি করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

বিধানসভা পরিদর্শনে সস্ত্রীক রাজ্যপাল

বিধানসভা পরিদর্শনে সস্ত্রীক রাজ্যপাল

সংবিধান দিবসে সস্ত্রীক বিধানসভা পরিদর্শনে যান রাজ্যপাল। বি আর আম্বেদকের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতেও দেখা যায় তাকে। বিধানসভার উচ্চপদস্থ আধিকারিক এবং অনেক বিধায়কই তাকে স্বাগতও জানান। যদিও এদিন বিধানসভায় উপস্থিত স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে তাকে অভ্যর্থনা জানাতে আসতে দেখা যায়নি।

সূত্রের খবর, সেই সময় তিনি একটি ব্যবসায়িক পরামর্শ প্রদানকারী বা বিজনেস অ্যাডভাইজরি (বিএ) কমিটির সভায় অংশ নিচ্ছিলেন। অন্যদিকে ওইদিন মুখ্যমন্ত্রী তাকে দেখলেও একাধিক সময় তাকে এড়িয়ে যান বলেও অভিযোগ করেন রাজ্যপাল।

মুখ্যমন্ত্রীকে ফোন রাজ্যপালের

মুখ্যমন্ত্রীকে ফোন রাজ্যপালের

বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধনকর এদিন বলেন, " আলোচনাই বিরোধ মেটানোর একমাত্র পথ। আমি যে কোনও নির্ধারিত স্থানে মুখ্যমন্ত্রীর সাথে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত, সে রাজভবন হোক বা নবান্ন। আমি এই বিষয়ে তাকে চিঠিও দিয়েছি। মঙ্গলবার আমি তার সাথে ফোনও কথা বলেছি।"

'সরকার রাম মন্দির তৈরিতে ব্যস্ত, ওদিকে সীতাকে জ্যান্ত পোড়ানো হচ্ছে', সংসদে বিজেপিকে তোপ অধীরের'সরকার রাম মন্দির তৈরিতে ব্যস্ত, ওদিকে সীতাকে জ্যান্ত পোড়ানো হচ্ছে', সংসদে বিজেপিকে তোপ অধীরের

English summary
The governor suggested having talks with Mamata to resolve the dispute
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X