For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরবঙ্গে তিনটি শিল্প উদ্যান স্থাপন করতে চলেছে সরকার

  • |
Google Oneindia Bengali News

এলাকার যুবকদের আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে বাংলার সরকার বর্তমানে উত্তরবঙ্গে তিনটি শিল্প উদ্যান স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। সূত্র মতে, প্রস্তাবিত দুটি শিল্প উদ্যান আলিপুরদুয়ারের জয়গাঁ ও এথেলবাড়িতে নির্মিত হবে, এবং তৃতীয়টি কালিম্পংয়ের সেভেন মাইলে নির্মিত হবে। প্রথম দুটি উদ্যান যথাক্রমে ১১ একর এবং ৪২ একর জমিতে এবং তৃতীয়টি ১০ একর জমিতে স্থাপন করা হবে বলেও জানা যাচ্ছে।

উত্তরবঙ্গে তিনটি শিল্প উদ্যানের শিলান্যাস করতে চলেছে সরকার

এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের জন্য একাধিক শিল্প সম্মেলনে আমন্ত্রণ জানিয়ে আসছিলেন। বিভিন্ন অনুষ্ঠানে তিনি বলেন ব্যবসায় উন্নতির জন্য বাংলায় আদর্শ পরিবেশ রয়েছে। এমতাবস্থায় সরকারের এই সিদ্ধান্তকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসাবেই দেখছে শিল্প বিশেষজ্ঞরা।

রাজ্য সরকারের কিছু উচ্চপদস্থ কর্মকর্তা ইতিমধ্যে সম্ভাব্য বিনিয়োগকারীদের সাথে বৈঠকও করেছেন বলে জানা যাচ্ছে। সেখানে শিল্প স্থাপন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে সরকারি কর্মকর্তারা বিনিয়োগকারীদের কাছ থেকে তাদের প্রয়োজনীয়তাও জানতে চেয়েছিলেন বলে শোনা যাচ্ছে। রাজ্য সরকার ওই এলাকায় রাস্তা, নিকাশি, জল ও বিদ্যুৎ সরবরাহ, রাস্তার আলো ও অন্যান্য যাবতীয় ক্ষেত্রে দ্রুত শিল্প সহায়ক পরিকাঠামো তৈরি করতে চলেছে বলেও খবর।

English summary
The government is planning to set up three industrial gardens in North Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X