বায়ুদূষণ রোধে এবার ফুটপাতের খাবার বিক্রেতাদের নতুন গ্যাস সংযোগ দেওয়ার পরিকল্পনা সরকারের
রাস্তার পাশের খাদ্য বিক্রেতারা যারা মূলত কয়লা বা কাঠের খোলা চুল্লিতে রান্না করেন তাদের জন্যই এই ভাবনা পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ড বা ডাব্লুবিপিসিবি। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম সহায়তায় ফুটপাতের খাদ্য বিক্রেতাদের সরকারি ভাবে পরিবেশ-বান্ধব এলপিজি সিলিন্ডার দেওয়ার পরিকল্পনা করা হয়েছে বলে জানান ডব্লিউবিপিসিবি সচিব রাজেশ কুমার।

ডব্লিউবিপিসিবির সচিব এই প্রসঙ্গে আরও বলেন, হকাররা এরপরও কাঠ কয়লা বা ওই জাতীয় জ্বালানীর ব্যবহার অব্যাহত রাখলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি প্রকাশিত একাধিক রিপোর্টে দেখা যাচ্ছে বায়ুদূষণের বাড়বাড়ন্তের ক্ষেত্রে ভারতের মেট্রো শহরগুলির মধ্যে দিল্লির পরে এবার দ্বিতীয় স্থানে উঠে এসেছে কলকাতা। ক্রমবর্ধমান বায়ুদূষণের জেরে কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া হয়েছে পরিবেশবিদদের। দীপাবলির পর শহরের একাধিক জায়গায় বায়ুমান সূচকে ব্যাপক পারা পতন লক্ষ্য করা যায়।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এবং জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল বায়ুর গুণমান নির্ধারণ ও বায়ুদূষণের বাড়বাড়ন্তের জন্য কয়লা ও কাঠের বিভিন্ন জ্বালানির অত্যধিক ব্যবহারকে দায়ী করেছেন। এছাড়া এই প্রসঙ্গে বলতে গিয়ে দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের কর্মকর্তা রাজেশ কুমার তিলোত্তমাবাসীকে নতুন ' পরিবেশ' অ্যাপটিও ব্যবহারের পরামর্শ দেন। এই অ্যাপের মাধ্যমে বর্তমানে শহরের নাগরিকেরা তাত্ক্ষণিকভাবে আবর্জনা জনিত সমস্যা বা রাস্তার ধারে বর্জ্য পোড়াতে সমস্যা সম্পর্কে অভিযোগ করতে পারেন।