For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যাত্রী বোঝাই কামরা ফেলে ছুটল ইঞ্জিন, দুর্ঘটনা থেকে রক্ষা অকাল তখতের

পড়ে রইল বগি, কাপলিং খুলে এগিয়ে গেল ইঞ্জিন। সাত সকালেই এক্সপ্রেস ট্রেনের কাপলিং খুলে বিপত্তি ঘটে কলকাতা স্টেশনে।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১২ এপ্রিল : পড়ে রইল বগি, কাপলিং খুলে এগিয়ে গেল ইঞ্জিন। সাত সাকলেই এক্সপ্রেস ট্রেনের কাপলিং খুলে বিপত্তি ঘটে কলকাতা স্টেশনে। বুধবার সকালে অকাল তখত এক্সপ্রেস রক্ষা পায় বড়সড় দুর্ঘটনা থেকে। চলন্ত ট্রেনের কাপলিং খুলে ইঞ্জিন থেকে কামরা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। ট্রেনটি লাইনচ্যুত হলে বিপদ ঘটতে পারত। গতি কম থাকায় রক্ষা পায় অকাল তখত এক্সপ্রেস।

যাত্রী বোঝাই কামরা ফেলে ছুটল ইঞ্জিন, দুর্ঘটনা থেকে রক্ষা অকাল তখতের


সকালে ৭.৪০ মিনিট নাগাদ কলকাতা স্টেশন থেকে ছাড়ে অকাল তখন এক্সপ্রেস। অদ্যাবধি পরেই ঘটে যায় এই ঘটনা। সবেমাত্র প্লাটফর্মে ছেড়ে গতি বাড়তে শুরু করেছিল ট্রেনটির। তখনই ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বগি। ইঞ্জিন বেশ খানিক দূর এগিয়ে যায়। পরে ধীরে ধীরে বিশাল ট্রেনটিও দাঁড়িয়ে যায়। এ যাত্রায় লাইনচ্যুত হয়নি ট্রেনটি। ফলে রক্ষা পান যাত্রীরা।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র বলেন, প্রেসার পাইপ খুলে গিয়েই বিপত্তি ঘটেছে। কী কারণে এই ত্রুটি তা খতিয়ে দেখা হচ্ছে। সমস্যার সমাধান করে ইঞ্জিন ও বগিজুড়ে ফের ট্রেনটি কলকাতা স্টেশনে থেকে ছাড়ে ৮টা ২৮-এ।

English summary
The engine of 'Akaltakht' express is running to separate from the compartment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X