করোনা সংক্রমণের জের, খুলতে না খুলতেই ফের বন্ধ তারকেশ্বর মন্দিরের দরজা
যেদিন খুললো সেদিনই ফের বন্ধ হয়ে গেল তারকেশ্বর মন্দির। সূত্রের খবর, মন্দির সংলগ্ন ঘুঞ্জিপুর গ্রামে বেশ কয়েকজনের করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। নতুন করে সংক্রমণ রুখতে মন্দির কর্তৃপক্ষের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারকেশ্বর শিব মন্দিরের সেবায়েত মহন্ত দণ্ডিস্বামী সুরেশ্বর।

এই প্রসঙ্গে সংবাদমাধ্যমে তিনি জানান, “এর আগে মন্দির খোলার যে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি তা থেকে সরে আসছি। এই মহূর্তে রোগটা যাতে আর না ছড়ায়, পাশাপাশি মন্দির সংলগ্ন সকলকে এই রোগের প্রকোপ থেকে বাঁচানোর জন্য আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য এই মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক তখন আবার চিন্তাভাবনা করে মন্দির খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান তিনি। ”
এদিকে তিন মাস বন্ধ থাকার পর রথের দিন পরীক্ষামূলক ভাবে ৪৫ মিনিটের জন্য খোলা হয় মন্দির। এরপর বুধবার সকালেও এক ঘন্টার জন্য ভক্তদের উদ্দেশ্যে খুলে দেওয়া হয় মন্দিরের দ্বার। পরবর্তীতে স্বাস্থ্যবিধি মেনে বৃহষ্পতিবার সকাল থেকে পুরোপুরি খুলে দেওয়া হয় মন্দির। দু-দফায় মন্দির খোলা হচ্ছিল প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা। তারপরেই ভিড় বাড়তে থাকে ভক্তদের। এমতাবস্থাতেই পাশের গ্রামে করোনা সংক্রমণের খবর মেলে। তারপরেই ফের সিদ্ধান্ত নেওয়া হয় মন্দির বন্ধ রাখার।

সোনার দাম এবার কমতির পথে! কলকাতার দর আজ কত