ভোটারদের চোখে ছিটিয়ে দেওয়া হল লঙ্কাগুঁড়ো! ভোট পণ্ড করার চেষ্টায় উত্তেজনা
ভোটেরদের চোখে লঙ্কাগুঁড়ো ছিটিয়ে দেওয়ার চেষ্টা হল এক ভোটকেন্দ্রে। সোমবার পূর্ব বর্ধমানের কালনার কাখুরিয়ায় এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, ভোট বন্ধ করতেই এই চক্রান্ত করা হয়েছিল। এক্ষেত্রেও অভিযোগের তির শাসক তৃণমূল কংগ্রেসের দিকে। এরপরই অবশ্য পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লাঠি চালিয়ে এই ভোট পণ্ডের অভিসন্ধি বানচাল করে দেয় পুলিশ।

দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে এদিন এক দফায় ভোটগ্রহণ পর্বেও বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটছে। কিন্তু শুরু থেকেই নানা ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বিভিন্ন এলাকায় সন্ত্রাস করে ভোটার ভয়দান চলতে থাকে। সুষ্ঠু-অবাধ নির্বাচনের সামগ্রিক ছবি এদিন ধরা পড়েনি। বরং বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই ভোট হয়েছে। অনেক কর্মীর প্রাণ গিয়েছে। রক্ত ঝরেছে পঞ্চায়েত ভোটে।
এরই মধ্যে একেবারে অন্য রকমের এক অনভিপ্রেত ঘটনা ঘটল কালনায়। একদল দুষ্কৃতী হঠাৎ ভোটকেন্দ্রে হাজির হয়ে ভোটারদের চোখে লঙ্কাগুঁড়ো ছিটিয়ে দেওয়ার চেষ্টা করে। ভোট পণ্ড করতেই এই চক্রান্ত করা হয়। তবে চটজলদি পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ। লাঠি চালিয়ে পুলিশ হটিয়ে দেয় দুষ্কৃতীদের।
বিরোধীরা এই ঘটনায় অভিযোগের তির ছোঁড়ে তৃণমূল কংগ্রেসের দিকে। তাদের অভিযোগ, মানুষ সুষ্ঠু অবাধ ভোট দিচ্ছিলেন। সেইসময় আচতমকাই ভোটার লাইনে হামলা চালিয়ে ভোট পণ্ড করার পরিকল্পনা করে তৃণমূল। ভোটে নিশ্চিত হার জেনেই এই চেষ্টা করা হয়। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি আমাদের সঙ্গে রয়েছে জনসমর্থন। বিরোধীরাই এসব কাজ করে তৃণমূলের উপর দোষ চাপাচ্ছে।