For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার সামনে মহিলা মুখ এনে চমক দিতে চাইছে বিজেপি

মমতার সামনে মহিলা মুখ এনে চমক দিতে চাইছে বিজেপি

  • |
Google Oneindia Bengali News

একুশের বিধানসভা নির্বাচনের ফলাফলের পর থেকেই দিলীপ ঘোষের পরিবর্ত মুখের দাবি তুলেছেন বঙ্গ-বিজেপির একাংশ। তবে কে হবেন উত্তরসূরী সে নিয়ে একমত নয় বিজেপির কোনও অংশই। সম্প্রতি বাংলার রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে এবার মমতার সামনে 'নারী শক্তি'কেই হাতিয়ার করতে চলেছে বিজেপি৷

বঙ্গ-বিজেপিতে কারা হতে পারেন দিলীপের উত্তরসূরী?

বঙ্গ-বিজেপিতে কারা হতে পারেন দিলীপের উত্তরসূরী?

পশ্চিমবঙ্গে বিজেপির হাতে গোনা দাপুটে মহিলা মুখ রয়েছে৷ অবশ্যই তার মধ্যে প্রথম দু'জন হলেন লকেট চট্টোপাধ্যায় এবং দেবশ্রী চৌধুরী৷ তবে এঁরা ছাড়াও অগ্নিমিত্রা পাল, রূপা গাঙ্গুলি, ইশরত জাহানের মতো নাম রয়েছে বঙ্গ-বিজেপিতে যারা এক সময়ে বিজেপির গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন৷ লকেট চট্টোপাধ্যায় জায়গায় অভিষিক্ত হয়ে রাজ্য মহিলা মোর্চার দায়িত্ব সামলাচ্ছেন অগ্নিমিত্রা। ভোটের আগে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে তা শক্ত হাতে সামলেছেন৷ পশ্চিমবঙ্গের মানুষের কাছে পরিচিত মুখ অগ্নিমিত্রা। তবে এই লড়ায়ে এগিয়ে রয়েছে লকেট চট্টোপাধ্যায় এবং দেবশ্রী চৌধুরীই

কেন এগিয়ে দেবশ্রী চৌধুরী?

কেন এগিয়ে দেবশ্রী চৌধুরী?

বিজেপিতে আসার আগে অনেক বছর সংঘের কর্মী ছিলেন দেবশ্রী। সাংগঠনিক নিয়ম মেনে এবিভিপি, যুবমোর্চা হয়ে বিজেপির মূল সংগঠনে পা রাখেন তিনি। সংঘ ঘনিষ্ট এবং দলের দুর্দিনের সঙ্গী। অন্য দল থেকে আসা নন। যেটাতে এখন সবচেয়ে বেশি জোর দিচ্ছেন বিজেপি সমর্থকরা। শেষ লোকসভা নির্বাচনে রায়গঞ্জ থেকে জিতে সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। বর্তমানে কেন্দ্রীয় শিশু ও নারীকল্যান দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। দেবশ্রীকে দলের মুখ করলে পুরোনো কর্মীদের গুরুত্ব দেওয়া হল এরকম বার্তা দেওয়া যাবে।

লকেট চট্টোপাধ্যায় রয়েছেন দৌড়ে

লকেট চট্টোপাধ্যায় রয়েছেন দৌড়ে

সুবক্তা, পাবলিক ফিগার এবং সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এই তিনটিতে বঙ্গ বিজেপিতে লকেট চট্টোপাধ্যায় অবশ্যই অনেকটা এগিয়ে৷ ভোটের এক দুমাস আগে দল বদল করে দলে আসেননি লকেট৷ বেশ কয়েকবছর ধরে রীতিমতো মাঠে নেমে বিজেপির হয়ে লড়াই করেছেন৷ সাংসদ হওয়ার পর মিড ডে মিলে বাংলার স্কুলে 'নুন ভাত' খাওয়ার প্রতারণা ধরেছিলেন লকেট। শেষ কয়েক বছরে রাজ্যের বিভিন্ন জায়গাতে কর্মীদের উপর আক্রমণ কিংবা সরকারি বিরোধী আন্দোলনে সামনের সারিতে দেখা গেছে লকেটকে। নিজের লড়াকু মানসিকতা দিয়ে দলের অন্দরে অনেকদিনই জায়গা করে নিয়েছেন লকেট। সঙ্গে রয়েছে মহিলা মোর্চা সামলানোর অভিজ্ঞতা। স্বাভাবিক ভাবেই লকেট চট্টোপাধ্যায় রয়েছেন বঙ্গ-বিজেপির সভাপতির দৌড়ে।

সূত্রের খবর দিলীপ ঘোষকে কেন্দ্রে জায়গা দিয়ে রাজ্য থেকে সরানো হতে পারে৷ সে নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে একাধিক অনলাইন ও অফলাইন মিটিংয়ে বসছে বিজেপি নেতৃত্ব৷ সেখানেই বঙ্গ বিজেপির বাগডোর 'নারী শক্তির' হাতে দেওয়ার কথা উঠেছে।

English summary
The BJP wants to give a surprise by bringing a woman's face in front of Mamata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X