For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনের কারণে ২১ বছর পর পরিবারকে ফিরে পেলেন বাংলার এই শ্রমিক

লকডাউনের কারণে ২১ বছর পর পরিবারকে ফিরে পেলেন বাংলার এই শ্রমিক

Google Oneindia Bengali News

কোভিড–১৯ মহামারি বহুজনকে তাঁদের প্রিয়জনের থেকে দূরে নিয়ে গিয়েছে। অনেকে এই মারণ ভাইরসে মারা গিয়েছে আবার দেশজুড়ে লকডাউনের কারণে অনেকেই বাড়ি থেকে দূরে রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের এই পরিবারের গল্প একটু আলাদা। তাঁরা তাঁদের প্রিয়জনকে এই মহামারির কারণেই খুঁজে পেয়েছেন।

পরিবারের সঙ্গে মতভেদ, বাড়ি ছাড়েন প্রসাদ

পরিবারের সঙ্গে মতভেদ, বাড়ি ছাড়েন প্রসাদ

জানা যায়, ২১ বছর আগে বার্নপুরের সুরেশ প্রসাদ আচমকাই বাড়ি ছেড়ে দেন এবং পরিবারের সঙ্গে মতবিরোধ হওয়ার জন্য তিনি দিল্লি চলে আসেন। দিন মজুরের কাজ করেন প্রসাদ, তিনি তাঁর বৃদ্ধ বাবা, স্ত্রী ও তিন সন্তানকে ছেড়ে দিয়ে চলে আসেন। এত বছরে শুধুমাত্র একটি চিঠি ছাড়া তাঁর পরিবারের সঙ্গে কোনও সংস্পর্শ ছিল না।

২১ বছর পর ফিরে আসে প্রসাদ

২১ বছর পর ফিরে আসে প্রসাদ

কিন্তু বৃহস্পতিবার দুপুরে সুরেশের পরিবার দারুণ অবাক হন। তাঁদের কাছে স্থানীয় হিরাপুর পুলিশ থানার পক্ষ থেকে ফোন আসে। পুলিশ জানায় যে প্রসাদ বুধবার দিল্লির বিশেষ ট্রেনে করে ফিরে এসেছে। তাঁরা আসানসোলের সরকারি হাসপাতালে দ্রুত পৌঁছান, যেখানে প্রসাদের চেক-আপ চলছিল। সেই মুহূর্তটা খুবই আবেগঘন ছিল যখন ২১ বছর পর প্রসাদ তাঁর পরিবারের সঙ্গে দেখা করলেন। সামাজিক দুরত্ব থাকা সত্ত্বেও প্রসাদ ও তাঁর পরিবারের সদস্যরা একে-অপরকে চিনতে পেরেছে।

আট বছরে মাত্র একটা চিঠি

আট বছরে মাত্র একটা চিঠি

প্রসাদের পরিবার জানিয়েছে, সেই সময় একে-অপরকে দেখার পর কিছুক্ষণের জন্য উভয় পক্ষই চুপ হয়ে য়াকে। এরপর প্রসাদের স্ত্রী উর্মিলা বলেন, ‘‌বাড়ি ছাড়ার পর আট বছর আগে শুধু একটা চিঠি লিখেছিলে তুমি, সেখানে বলেছিলে তাড়াতাড়ি বাড়ি আসবে। কিন্তু তুমি আসনি।'‌ স্ত্রীয়ের গলায় অনুযোগ শুনে প্রসাদ কোনও উত্তর দিতে পারেননি, শুধু চোখ থেকে জল বেড়িয়েছে তাঁর। এরপর প্রসাদ জানান, লকডাউনের কারণে তাঁর দিল্লিতে কাজ বন্ধ হয়ে যায় এবং তিনি বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন।

প্রসাদ এখন কোয়েন্টাইনে থাকবে

প্রসাদ এখন কোয়েন্টাইনে থাকবে

এই কয়েক বছরে প্রসাদ অনেক আনন্দের মুহূর্তকে হারিয়ে ফেলেছে। পরিবারের সদস্যরা তাঁকে জানান তাঁর দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে এবং তাঁর বৃদ্ধ বাবাও আর বেঁচে নেই। প্রসাদের বাবাই এতদিন এই পরিবারকে বাঁচিয়ে রেখেছিলেন। কান্নাভেজা গলায় প্রসাদ বলেন, ‘‌এখানে সবকিছু বদলেছে তবে আমার পরিবার একই রকম রয়েছে।'‌ যদিও তাঁকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে কারণ তাঁর সোয়াব টেস্টের ফলাফল আসা বাকি রয়েছে। এখন তিনি কোয়ারান্টাইনে রয়েছে।

করোনা আবহে বেসরকারি বাসে যাত্রী তোলার নিয়ম শিথিল, নয়া নির্দেশিকা ঘোষণা মুখ্যমন্ত্রীরকরোনা আবহে বেসরকারি বাসে যাত্রী তোলার নিয়ম শিথিল, নয়া নির্দেশিকা ঘোষণা মুখ্যমন্ত্রীর

English summary
It is learned that Suresh Prasad of Burnpur suddenly left home 21 years ago and moved to Delhi to quarrel with his family.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X