For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এসে গেল বর্ষা, নদী ভাঙন রুখতে কী উদ্যোগ নিল তৃণমূল সরকার

নদী ভাঙন ও বন্যা প্রতিরোধে রাজ্য সরকার ব্যবস্থা গ্রহণ করল। ১০৭ কোটি টাকা গঙ্গার ভাঙন রোধে মঞ্জুর করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ইতিমধ্যেই বর্ষার আনাগোনা শুরু হয়ে গিয়েছে। আগে থেকে নদী ভাঙন ও বন্যা প্রতিরোধে রাজ্য সরকার ব্যবস্থা গ্রহণ করল। ১০৭ কোটি টাকা গঙ্গার ভাঙন রোধে মঞ্জুর করা হয়েছে। এই বছর থেকে কাজ শুরু হয়ে যাচ্ছে। আগামী মার্চ ২০১৯ এর মধ্যেই কাজ শেষ হবে।

এসে গেল বর্ষা, নদী ভাঙন রুখতে কী উদ্যোগ নিল তৃণমূল সরকার

এই কাজ শেষ হলে নদী ভাঙনে তীরবর্তী বাড়িঘর ভেঙে পড়বে না। এছাড়া মুর্শিদাবাদ দিয়ে পদ্মার অংশ বয়ে গিয়েছে। এছাড়া ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় নদী পড়ায় অনেক সময় সেনা পোস্টও নদীর জলে ধুয়ে যায়। যার ফলে বিএসএফকে সমস্যায় পড়তে হয়। এদিকে মালদহের দিক থেকে গঙ্গা বয়ে এসেছে।

২০১৭-১৮ সালে রাজ্য সরকার ৭২.১ কোটি টাকা এই খাতে মঞ্জুর করেছিল। এবছর তা বাড়িয়ে ১০৭ কোটি টাকা করে দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: শনিবার সন্ধ্যার প্রবল আধি ও ঝড়-বৃষ্টির দাপটে শীতল হল দিল্লি, দেখুন ছবি][আরও পড়ুন: শনিবার সন্ধ্যার প্রবল আধি ও ঝড়-বৃষ্টির দাপটে শীতল হল দিল্লি, দেখুন ছবি]

নদীর পার ধরে মোট ৩৭টি এলাকায় ভাঙন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যা নিয়ে সরকার ব্যবস্থা নিতে চাইছে। সাধারণ মানুষের জীবন জীবিকার ক্ষতি না করে যতদূর সাহায্য করা সম্ভব তা রাজ্য সরকার করতে চাইছে। ভাঙন হয় এমন এলাকা বেছে নিয়ে সরকার কাজে নেমেছে।

[আরও পড়ুন:বর্ষার আগমনী গান শুরু নিম্নচাপের বৃষ্টিতে, মৌসুমীবায়ুর প্রবেশ রবিবাসরীয় বিকেলেই][আরও পড়ুন:বর্ষার আগমনী গান শুরু নিম্নচাপের বৃষ্টিতে, মৌসুমীবায়ুর প্রবেশ রবিবাসরীয় বিকেলেই]

English summary
The Bengal Government has decided to invest Rs 107 crore to check erosion at vulnerable areas along the banks of the Ganga and the Padma
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X