For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিক্ষক নিয়োগ নিয়ে বড় খবর! ২৭ ডিসেম্বর ইন্টারভিউয়ের জন্যে কল লেটার পাঠাচ্ছে পর্ষদ

নিয়োগ দুর্নীতির মধ্যেই বড়সড় খবর। প্রায় ১২ হাজার শূন্যপদে নিয়োগের প্রস্তুতি একেবারে পুরোদমে শুরু করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী ২৭ ডিসেম্বর প্রথম পর্যায়ের ইন্টারভিউ শুরু হতে চলেছে। আজ বুধবার এই বিষয়ে পর্ষদের তরফে এক

  • |
Google Oneindia Bengali News

নিয়োগ দুর্নীতির মধ্যেই বড়সড় খবর। প্রায় ১২ হাজার শূন্যপদে নিয়োগের প্রস্তুতি একেবারে পুরোদমে শুরু করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী ২৭ ডিসেম্বর প্রথম পর্যায়ের ইন্টারভিউ শুরু হতে চলেছে। আজ বুধবার এই বিষয়ে পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

বাংলায় শিক্ষক নিয়োগ নিয়ে বড় খবর!

যেখানে ২৭ তারিখ এই ইন্টারভিউ নেওয়ার কথা বলা হয়েছে।

তবে প্রথম পর্যায়ে কলকাতার চাকরি প্রার্থীদের ডাকা হবে বলে জানা যাচ্ছে। কাদের ডাকা হবে ইতিমধ্যে সেই তালিকাও চূড়ান্ত হয়ে গিয়েছে বলে খবর। ইমেলের মাধ্যমে এই কল লেটার পাঠানো হবে বলে জানা যাচ্ছে। যদিও ইতিমধ্যে কল লেটার পাঠানোর কাজ শুরু হয়ে গিয়েছে বলে খবর। তৈরি হওয়া তালিকা অনুযায়ী তা পাঠানো হচ্ছে বলে খবর।

প্রাথমিকের পোর্টালের মাধ্যমেও ডাউনলোড করা যাবে বলে জানানো হয়েছে। পুরো ইন্টারভিউ প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হবে বলে আগেই জানিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই মতো আগামী ২৭ তারিখ গোটা বিষয়টি ভিডিওগ্রাফি করা হবে বলে জানা যাচ্ছে। শিক্ষক নিয়ে একের পর এক কেলেঙ্কারি সামনে এসেছে।

এমনকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রীও। এই অবস্থায় এই নিয়োগ চলছে। আর তা নিয়ে যাতে কোনও প্রশ্ন না ওঠে সে কারণে একাধিক সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। যার মধ্যে ইন্টারভিউ প্রক্রিয়া ভিডিওগ্রাফী করা। বলে রাখা প্রয়োজন, এবার পরীক্ষার দিনেও নতুন ব্যবস্থা ছিল। দুটি করে ওএমআর সিট দেওয়া হয়েছিল। একটি আসল অন্যটি কার্বন কপি। আসল তাঁদের দিয়ে অন্যটি পরীক্ষার্থীরা নিয়ে গিয়েছেন।

এছাড়াও নিরাপত্তা সহ একাধিক ব্যবস্থা ছিল। পর্ষদের ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও। বলেছিলেন, মনে হচ্ছে ভালো কাজ হচ্ছে।

অন্যদিকে বলে রাখা প্রয়োজন , ১১ হাজারেরও বেশি শূন্যপদে এই নিয়োগ হবে। যার প্রথম পর্যায়ের ইন্টারভিউ শুরু হতে চলেছে। এরপর আরও বেশ কয়েকটি তারিখ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে। টেট এবং ইন্টারভিউতে পাশ করলেই সুপারিশ পত্র যোগ্য প্রার্থীর হাতে তুলে দেওয়া হবে। এমনটাই খবর।

English summary
Primary recruitment interview on 27th December , notice given by board
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X