For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জঙ্গি ঢুকে পড়েছে দেশে! দীপাবলিতে নাশকতার ছক ফাঁস, চাঞ্চল্যকর তথ্য জেরায়

দেশে ঢুকে পড়েছে প্রচুর আইএস জঙ্গি। এই সন্দেহ ফের দানা বাঁধল উত্তরপ্রদেশ সন্দেহভাজন এক জঙ্গির গ্রেফতারে।

Google Oneindia Bengali News

দেশে ঢুকে পড়েছে প্রচুর আইএস জঙ্গি। এই সন্দেহ ফের দানা বাঁধল উত্তরপ্রদেশ সন্দেহভাজন এক জঙ্গির গ্রেফতারে। সম্প্রতি মহম্মদ জাহিদ নামে এক জঙ্গিকে গ্রেফতার করা হয় উত্তরপ্রদেশের বুলন্দ শহর থেকে। তাকে জেরা করে যেমন পাকিস্তান-যোগ মিলেছে, তেমনই তার মতো আরও জঙ্গি যে দেশের বিভিন্ন শহরে হানা দিয়েছে, তাও জানতে পেরেছেন গোয়েন্দারা।

জঙ্গি ঢুকে পড়েছে দেশে! দীপাবলিতে নাশকতার ছক ফাঁস, চাঞ্চল্যকর তথ্য জেরায়

ধৃত সন্দেহভাজন মহম্মদ জাহিদ দীর্ঘ জেরায় স্বীকার করেছে, সে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠীকে তথ্য সরবরাহ করত। এমনকী দীপাবলিতে বড়সড় নাশকতার ছক ছিল তাদের। তার আগে এই গ্রেফতারিতে কিছুটা হলেও আশঙ্কামুক্ত হলেন গোয়েন্দারা। যদিও পুরোপুরি স্বস্তিতে থাকা যাবে না। কারণ অনেক জঙ্গি নাকি ঢুকে পড়েছে দেশে। তারা বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে। আর দেশের সুরক্ষা সংক্রান্ত নানা তথ্য সরবরাহ করছে জঙ্গিগোষ্ঠীর কাছে। তাদের খোঁজে অভিযান জারি রেখেছেন গোয়েন্দারা।

[আরও পড়ুন: নির্বাচনের মুখে বড় মাওবাদী হামলা বিজেপি শাসিত রাজ্যে! মৃত্যু এরাজ্যের নিরাপত্তা কর্মীর][আরও পড়ুন: নির্বাচনের মুখে বড় মাওবাদী হামলা বিজেপি শাসিত রাজ্যে! মৃত্যু এরাজ্যের নিরাপত্তা কর্মীর]

উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র প্রশাসনের যৌথ অভিযানে নিশান্ত আগরওয়াল গ্রেফতার হন ব্রহ্মস মিসাইল কেন্দ্র থেকে। তাকে গ্রেফতার করে মহম্মদ জাহিদের খোঁজ মেলে। তারপর থেকেই সন্ত্রাস দমন শাখা জাহিদের খোঁজ চালাচ্ছেল। অবশেষে তাকে উত্তরপ্রদেশের বুলন্দ থেকে গ্রেফতার করা হল। এবার তাকে জেরা করে উঠে এল আরও চাঞ্চল্যকর তথ্য।

[আরও পড়ুন: মমতার 'অনুপস্থিতি'তে বিরোধী জোট নিয়ে তৎপরতা! দিল্লিতে দৌত্য একদা মোদী ঘনিষ্ঠ মুখ্যমন্ত্রীর][আরও পড়ুন: মমতার 'অনুপস্থিতি'তে বিরোধী জোট নিয়ে তৎপরতা! দিল্লিতে দৌত্য একদা মোদী ঘনিষ্ঠ মুখ্যমন্ত্রীর]

জাহিদের কাছে থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার করা হয়েছে। তার কাছ থেকে মিলেছে গুরুত্বপূর্ণ কিছু মানচিত্র। মোবাই ফোন, আধার কার্ড, ভোটার কার্ড, নগদ আড়াই হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। জেরায় জানা গিয়েছে, পাকিস্তানে তার আদি বাড়ি। বেশ কিছুদিন ধরেই সে উত্তরপ্রদেশের ওই শহরে থাকছিল। সোশাল মিডিয়ার দুটি অ্যাকাউন্ট রয়েছে নিজের নামে। এছাড়া পূজা রঞ্জন ও নেহা শর্মা নামে দুটি অ্যাকাউন্ট রয়েছে।

English summary
Terrorists enter in India, arrested terrorist admits in questioning. A terrorist is arrested from Uttar Pradesh,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X