For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঝাড়গ্রামে 'অজানা' জন্তুর আতঙ্ক! পায়ের ছাপ দেখে খাঁচা পাতল বনদফতর

অজানা এক জন্তুর আতঙ্কে ভুগছে ঝাড়গ্রামের সাঁকরাইলের ডাহি গ্রামের বাসিন্দারা।

  • |
Google Oneindia Bengali News

অজানা এক জন্তুর আতঙ্কে ভুগছে ঝাড়গ্রামের সাঁকরাইলের ডাহি গ্রামের বাসিন্দারা। শনিবার রাতে ওই গ্রামে এই জন্তুটি হামলা চালায়। তার হামলায় শিকার হয়েছে অন্তত সাতটি ভেড়া। এর মধ্যে তিনটি ভেড়ার দেহ উদ্ধার করা হয়। রবিবার সকালে এলাকায় গিয়ে ওই জন্তুর পায়ের ছাপ সংগ্রহ করে বন বিভাগের লোকজন। ঝাড়গ্রামের বিভাগিয় বনাধিকারিক বাসব রাজ হেল্লাইচি বলেন, পায়ের ছাপ দেখে মনে হচ্ছে এটি নেকড়ে বা হায়নার পায়ের ছাপ। এই জন্তুর খোঁজ করা হচ্ছে।

ঝাড়গ্রামে অজানা জন্তুর আতঙ্ক! পায়ের ছাপ দেখে খাঁচা পাতল বনদফতর

তবে এনিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই এলাকায়। এলাকার বাসিন্দা সুবল মাহাতো বলেছেন, এর আগেও এই ধরনের পায়ের ছাপ এখানে দেখা গেছে। এবার তার আক্রমণে কয়েকটি ভেড়া মারা গিয়েছে। এই জন্য তারা ভয়ে আছেন। এই জন্তুটি ধরার চেষ্টা করুন বন বিভাগের লোকজন, আবেদন করেছেন গ্রামবাসীরা।

ঝাড়গ্রামে অজানা জন্তুর আতঙ্ক! পায়ের ছাপ দেখে খাঁচা পাতল বনদফতর

প্রসঙ্গত, গত কয়েক মাসে ঝাড়গ্রাম, লোধাশুলি,‌ সাঁকরাইলের কিছু এলাকায় নেকড়ে বাঘের হামলায় আহত হন কয়েক জন বাসিন্দা।

গত বছর লালগড় এলাকায় পশুর পায়ের ছাপ দেখে বাঘের আতঙ্ক ছড়ায়। বন বিভাগের লোকজন প্রথমে তাতে আমল দিতে না চাইলেও ‌পরে দেখা যায় সেটা সত্যি বাঘ। সেটিকে পিটিয়ে মেরেছিল শিকার করতে ‌যাওয়া কয়েক জন। ঝাড়গ্রামের ওই গ্রামে অজানা জন্তুটি কে ধরার জন্য ‌দুটো খাঁচা পাতা হচ্ছে বলে জানিয়েছেন বন বিভাগের আধিকারিকরা।

English summary
Terror of the unknown animal at Jhargram's Sankrail
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X