For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জঙ্গি হামলার আশঙ্কা কলকাতা বন্দরে, সতর্কবার্তা দিল্লি থেকে

Google Oneindia Bengali News

জঙ্গি হামলার আশঙ্কা কলকাতা বন্দরে, সতর্কবার্তা দিল্লি থেকে
কলকাতা, ৪ নভেম্বর : জঙ্গিদের নিশানায় এবার কলকাতা বন্দর। দিল্লি থেকে মঙ্গলবার এমনই সতর্কবার্তা পাঠানো হল বন্দরের দায়িত্বে থাকা সিআইএসএপ-এ দফতরে। বিষয়টি জানানো হয়েছে কলকাতা পুলিশকেও। সিআইএসএফ, কলকাতা পুলিশ ও বন্দর কর্তৃপক্ষ এদিন যৌথভাবে বৈঠক করার পর বন্দর সংলগ্ন এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। কোনও ঝুঁকি না নিয়ে নজরদারি বাড়ানো হয়েছে হলদিয়া বন্দর এলাকাতেও।

এদিন দিল্লি থেকে যে সতর্কবার্তা সিআইএসএফকে পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে, ৪ থেকে ৭ নভেম্বরের মধ্যে কলকাতা বন্দরে জঙ্গিদের হামলা চালানোর আশঙ্কা রয়েছে। এই হামলায় পাক নৌবাহিনীর একাংশের মদত নেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে দিল্লির তরফে। এই আক্রমণের মূলে আল কায়েদা জঙ্গি রয়েছে বলেই আইবি সূত্রের তরফে জানানো হয়েছে। জলপথেই এই আক্রমণ তারা চালাবে বলে খবর রয়েছে গোয়েন্দাদের কাছে।

এমনিতেই রাজ্যে সন্ত্রাসবাদের ছায়া রয়েছে। তার উপর কলকাতা বন্দরে জঙ্গি হামলার সতর্কবার্তা উদ্বেগজনক বলেই মনে করছেন প্রাক্তন সেনাকর্তারা। এই সতর্কবার্তাকে গুরুত্ব দিয়ে দেখা উচিত। এবং এ বিষয়টি অবশ্যই রাজ্য প্রশাসনের অতিরিক্ত গুরুত্ব দিয়ে দেখা উচিত বলে মনে করছেন তারা। এধরণের সতর্কবার্তা পাওয়ার পরেও যদি রাজ্য প্রশাসনের তরফে খাগড়াগড়ের মতো গা ছাড়া মনোভাব দেখা যায় তার ফল ভাল হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞকা।

English summary
Shocking: Terror alert in Kolkata,al-Qaeda naval wing to attack through sea
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X