For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেওয়াল লিখনের ওপর কালি, গোবর! তৃণমূল-বিজেপি চাপানোতর ঘিরে উত্তেজনা বালিতে

তৃণমূল প্রার্থী প্রসূন বন্দোপাধ্যায়ের দেওয়াল লিখনে কালি লেপে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বালির হালদারপাড়া লেনে।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

তৃণমূল প্রার্থী প্রসূন বন্দোপাধ্যায়ের দেওয়াল লিখনে কালি লেপে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বালির হালদারপাড়া লেনে। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। কে বা কারা একাজ করল তার তদন্ত শুরু করেছে পুলিশ। নির্বাচন কমিশনের কাছে ও এনিয়ে অভিযোগ করা হবে বলে জানা গিয়েছে।

পরিস্থিতি কোনদিকে?

পরিস্থিতি কোনদিকে?

কিছুদিন আগে বিজেপির দেওয়ালে গোবর লেপাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড টাউনে। গভীর রাতে ৯ নং এবং ১০ নং ওয়ার্ডে বিজেপির লেখা সমস্ত দেওয়াল কাদা ও গোবর লেপে দেওয়া হয় বলে তৃণমূলের দুস্কৃতি বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করে বিজেপি। অভিযোগ, এছাড়াও অস্ত্র নিয়ে বিজেপির টাউন মন্ডলের সভাপতি এডভোকেট দেবাংশু পান্ডা র বাড়ি আক্রমণ ও বিজেপি পার্টি অফিসের গেটে লাথি মেরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ এর অভিযোগ ছিল।

 এরপর কী ঘটে

এরপর কী ঘটে

তারপর বালিতে 'চৌকিদার চোর হ্যায়' লেখাকে কেন্দ্র করে শুরু হয়েছিল চাপানউতর। এবার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দোপাধ্যায়ের দেওয়াল লিখনের উপর পড়ল কালি। জানা যায়, বুধবার এই ঘটনায় বালির হালদারপাড়া লেনের তুমুল উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

[আরও পড়ুন:অভিষেক পত্নীকে শুল্ক দফতরের পাঠানো নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা][আরও পড়ুন:অভিষেক পত্নীকে শুল্ক দফতরের পাঠানো নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা]

রয়েছে চাপানোতর

রয়েছে চাপানোতর

আরও জানা গিয়েছে, এদিন কয়েকটি দেওয়ালে হাওড়া লোকসভার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দোপাধ্যায়ের সমর্থনে লেখা ছিল। সকালে স্থানীয় তৃণমূল কর্মীরা তাতে কালি ছেটানো হয়েছে দেখতে পায়। তার পর থেকেই শুরু হয় উত্তেজনা। এ বিষয়ে তৃণমূলের তরফে বালি থানায় অভিযোগ দায়ের করা হয়। বিদায়ী পুরোপিতা তথা তৃণমূল নেতা প্রাণকৃষ্ণ মজুমদারের অভিযোগ, বিজেপির কিছু দুষ্কৃতী রাতের অন্ধকারে এই ঘটনা ঘটিয়েছে। যদিও এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলে বলেছেন বিজেপি-র হাওড়া (সদর) সভাপতি সুরজিৎ সাহা।

[আরও পড়ুন:পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০১৯-এর সব রকমের আপডেট পেতে ক্লিক করুন এই লিঙ্কে]

English summary
Tension Grips BJP AND tmc in Bally of West bengal over Poll campaign.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X