For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্নাটকের ছায়া এরাজ্যের গঙ্গারামপুরে! হোটেলে 'বন্দি' ১০ কাউন্সিলর

কর্নাটকের ছায়া এবার এরাজ্যেও। তবে কর্নাটকের বিধায়কদের নিয়ে যেমন মুম্বইয়ে নিয়ে গিয়ে হোটেল বন্দি করা হয়েছিল, এক্ষেত্রে গঙ্গারামপুরপুরসভার ১০ কাউন্সিলরকে বালুরঘাটের এক হোটেলে বন্দি করে রাখা হয়েছে বলে

  • |
Google Oneindia Bengali News

কর্নাটকের ছায়া এবার এরাজ্যেও। তবে কর্নাটকের বিধায়কদের নিয়ে যেমন মুম্বইয়ে নিয়ে গিয়ে হোটেল বন্দি করা হয়েছিল, এক্ষেত্রে গঙ্গারামপুর পুরসভার ১০ কাউন্সিলরকে বালুরঘাটের এক হোটেলে বন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ বিজেপির। ৫ অগাস্ট অনাস্থা সংক্রান্ত বৈঠক হওয়ার কথা।

হোটেল বন্দি ১০ তৃণমূল কাউন্সিলর

হোটেল বন্দি ১০ তৃণমূল কাউন্সিলর

কলকাতা হাইকোর্ট গঙ্গারামপুর পুরসভার ১৮ জন কাউন্সিলরকে নিরাপত্তা দিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছিল। তবে তাদের মধ্যে ১০ জন কাউন্সিলরকে রাখা হয়েছে বালুরঘাটের রঘুনাথপুরের একটি বেসরকারি হোটেলে। সেখানে ২৪ ঘন্টার জন্য পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

 'নিরাপত্তার বদলে নজরবন্দি'

'নিরাপত্তার বদলে নজরবন্দি'

গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রের অভিযোগ, প্রশাসন কাউন্সিলরদের নিরাপত্তা দেওয়ার বদলে নজরবন্দি করে রেখেছে। বাকি আটজনকে নিরাপত্তা দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন তিনি। এপ্রসঙ্গে গঙ্গারামপুরের প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল নেতা অমলেন্দু সরকার জানিয়েছেন, তাঁদের কাউন্সিলরদের কোথায় রাখা হবে, সেটা তাদের ব্যাপার।

গঙ্গারামপুরে 'রাজনৈতিক অস্থিরতা'

গঙ্গারামপুরে 'রাজনৈতিক অস্থিরতা'

লোকসভা ভোটের পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ দিনাজপুরে তৃণমূল জেলা সভাপতির পদ থেকে বিপ্লব মিত্রকে সরিয়ে দেন। এরপর ২৪ জুন দিল্লিতে তিনি যোগ দেন বিজেপিতে। এরপরেই তাঁর ভাই প্রশান্ত মিত্রের বিরুদ্ধে অনাস্থা আনেন ১০ জন কাউন্সিলর। পাশাপাশি প্রশান্ত মিত্র ও তাঁর ভাই চিরঞ্জীব মিত্রকেও দল থেকে বহিষ্কার করে তৃণমূল।
পাল্টা প্রশান্ত মিত্র পুরসভার ভাইস চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেন অমলেন্দু সরকারকে। নতুন ভাইস চেয়ারম্যান করা হয় তুলসি চৌধুরীকে। তিনি হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পর ২৩ জুলাই গঙ্গারামপুরের তলবি সভার ওপর স্থগিতাদেশ দেয় হাইকোর্ট।

হাইকোর্টের নির্দেশ

হাইকোর্টের নির্দেশ

হাইকোর্ট ১৮ কাউন্সিলরকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেয়। এরপরেই তৃণমূলের সঙ্গে থাকা ১০ কাউন্সিলরকে কলকাতাতেও নিয়ে যায় বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী জুলাইয়ের ২৬ তারিখ তাদের ফের জেলায় নিয়ে যাওয়া হয়। জেলাশাসকের সঙ্গে দেখা করে তাঁরা সংখ্যাগরিষ্ঠতার দাবি করেন। এরপর থেকেই তাঁরা বালুরঘাটের
এক বেসরকারি হোটেলে বন্দি।

English summary
Ten TMC councillors of Gangarampur are kept in a Hotel to face no trust by Trinamool congress. They are keptin hotel for the last 10 days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X