For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতাকেও হার মানায় যেসব ভয়াবহ দুর্ঘটনা, ব্রিজ-বিপর্যয়ের ইতিহাস একনজরে

নয় নয় করে কলকাতার বুকে তিন-তিনটি উড়ালপুল ও সেতু ভেঙে পড়ার ঘটনা ঘটেছে বিগত পাঁচ বছরে। আর শিলিগুড়ির ঘটনা ধরলে বাংলায় মোট চারটি উড়ালপুল বিপর্যয় ঘটেছে সাম্প্রতিক অতীতে।

  • |
Google Oneindia Bengali News

নয় নয় করে কলকাতার বুকে তিন-তিনটি উড়ালপুল ও সেতু ভেঙে পড়ার ঘটনা ঘটেছে বিগত পাঁচ বছরে। আর শিলিগুড়ির ঘটনা ধরলে বাংলায় মোট চারটি উড়ালপুল বিপর্যয় ঘটেছে সাম্প্রতিক অতীতে। তার মধ্যে ভয়াবহতম ঘটনা ঘটেছিল দু-বছর আগে পোস্তা উড়ালপুল-কাণ্ডে। তবে ভয়াবহতার নিরিখে সারা বিশ্বে ঘটেছে বেশ কিছু বিপর্যয়।

কলকাতাকেও হার মানায় যেসব ভয়াবহ দুর্ঘটনা, ব্রিজ-বিপর্যয়ের ইতিহাস একনজরে

মঙ্গলবার মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার ঘটনার পর যেসব দুর্ঘটনা নিয়ে চলছে চর্চা। দেখে নিন একনজরে।

  • ১১ সেপ্টেম্বর ১৯১৬ : কুয়েবেক ব্রিজ ভেঙে পড়ে কানাডায়। মৃত্যু হয় ৯৫ জনের।
  • ১৫ ডিসেম্বর ১৯৬৭ : সিলভার ব্রিড ভেঙে পড়ে আমেরিকার ওহায়োতে। মৃত ৪৬।
  • ১৭ জুলাই ১৯৮১ : আমেরিকার কানসাসে ভেঙে পড়ে হায়াত রিজেন্সি। মৃত ১১৪।
  • ২৮ জুন ১৯৮৩ : গ্রিনউইচের মিয়ানাস ব্রিজ ভেঙে মৃত্যু হয় ৩ জনের
  • ২১ অক্টোবর ১৯৯৪ : দক্ষিণ কোরিয়ার সংশু ব্রিজ ভেঙে মৃত্যু হয় ৩১ জনের।
  • ৪ জানুয়ারি ১৯৯৯ : রেনবো ব্রিজ ভেঙে পড়ে চিনে। মৃত্যু হয় ৪৯ জনের।
  • ৪ মার্চ ২০০১ : পর্তুগালে হিঞ্জ বিরেরো ব্রিজ ভেঙে মৃত্যু হয় ৪৯ জনের।
  • ২৮ আগস্ট, ২০০৩ : ভারতের দমনে ব্রিজ ভেঙে মৃত্যু হয় ২৫ জনের।
  • ৭ নভেম্বর ২০০৫ স্পেনের গ্রানাদায় বিপর্যয়। ব্রিজ ভেঙে মৃত্যু ৬ জনের।
  • ২ ডিসেম্বর ২০০৬ বিহারের ভাগলপুরে ট্রেনের উপরে ভেঙে পড়ে ব্রিজ। মৃত ৩৩।

[আরও পড়ুন: 'ব্রিজের রঙ নীল-সাদা করে কোনও রক্ষণাবেক্ষণ হয় না', মাঝেরহাট-কাণ্ডে তোপ দাগলে সুজন ][আরও পড়ুন: 'ব্রিজের রঙ নীল-সাদা করে কোনও রক্ষণাবেক্ষণ হয় না', মাঝেরহাট-কাণ্ডে তোপ দাগলে সুজন ]

[আরও পড়ুন: কলকাতার ব্রিজ দুর্ঘটনা ঘিরে সরকারকে তোপ রাজ্যপালের, মন্তব্যে উঠে এল ক্ষোভ ][আরও পড়ুন: কলকাতার ব্রিজ দুর্ঘটনা ঘিরে সরকারকে তোপ রাজ্যপালের, মন্তব্যে উঠে এল ক্ষোভ ]

[আরও পড়ুন: মমতার সাত বছরে বাংলায় উড়ালপুল বিপর্যয়ের সাতকাহন, নবতম সংযোজন মাঝেরহাট ][আরও পড়ুন: মমতার সাত বছরে বাংলায় উড়ালপুল বিপর্যয়ের সাতকাহন, নবতম সংযোজন মাঝেরহাট ]

[আরও পড়ুন: ব্রিজ ভাঙার দায় মমতার সরকারের! সরাসরি অভিযোগ মোদীর দলের][আরও পড়ুন: ব্রিজ ভাঙার দায় মমতার সরকারের! সরাসরি অভিযোগ মোদীর দলের]

পশ্চিমবঙ্গের চার বিপর্যয়

  • উল্টোডাঙা উড়ালপুল। ঘটনা ২০১৩ সালের ৪ মার্চের। আহত হয়েছিলেন তিনজন।
  • পোস্তা উড়ালপুল। ২০১৬ সালের ৩১ মার্চ। মৃত্যু হয় ২৭ জনের, জখম ৮৯ জন।
  • শিলিগুড়ি উড়ালপুল। ২০১৮ ১১ আগস্ট। প্রাণহানির ঘটনা ঘটেনি উড়ালপুল বিপর্যয়ে।
  • মাঝেরহাট ব্রিজ। ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর। মৃত ১। জখম ১৯।

[আরও পড়ুন: 'মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী ব্রিজ দুর্ঘটনার জন্য ',মাঝেরহাটের ঘটনা নিয়ে সরব এই বিজেপি নেতা ][আরও পড়ুন: 'মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী ব্রিজ দুর্ঘটনার জন্য ',মাঝেরহাটের ঘটনা নিয়ে সরব এই বিজেপি নেতা ]

[আরও পড়ুন: কলকাতায় ব্রিজ ভাঙার ঘটনা দুর্ভাগ্যজনক! পাশে থাকার আশ্বাস মোদীর][আরও পড়ুন: কলকাতায় ব্রিজ ভাঙার ঘটনা দুর্ভাগ্যজনক! পাশে থাকার আশ্বাস মোদীর]

[আরও পড়ুন:ফিরল দু-বছর আগের ভয়াবহ স্মৃতি, মাঝেরহাটে ব্রিজ ভেঙে মৃতের সংখ্যায় ধন্দ][আরও পড়ুন:ফিরল দু-বছর আগের ভয়াবহ স্মৃতি, মাঝেরহাটে ব্রিজ ভেঙে মৃতের সংখ্যায় ধন্দ]

[আরও পড়ুন: হঠাৎই ফোন মেট্রোর নির্মাণকর্মীর! ধ্বংসস্তূপ থেকে বাঁচানোর আর্তি ][আরও পড়ুন: হঠাৎই ফোন মেট্রোর নির্মাণকর্মীর! ধ্বংসস্তূপ থেকে বাঁচানোর আর্তি ]

[আরও পড়ুন: মাঝেরহাট ব্রিজ-দুর্ঘটনায় আশঙ্কার মেঘ ক্রমেই দানা বাঁধছে, উঠে আসছে একাধিক তথ্য ][আরও পড়ুন: মাঝেরহাট ব্রিজ-দুর্ঘটনায় আশঙ্কার মেঘ ক্রমেই দানা বাঁধছে, উঠে আসছে একাধিক তথ্য ]

English summary
Ten Bridges collapsed all over world which were more terrible. Four Bridge and Flyover collapse in West Bengal in five years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X