ভদ্রেশ্বরে গঙ্গায় ভেঙে পড়ল অস্থায়ী জেটি, তলিয়ে গেল ৫০ যাত্রী, মৃত ৩
হুগলি, ২৬ এপ্রিল : হুগলির ভদ্রেশ্বের গঙ্গার উপর ভেঙে পড়ল অস্থায়ী জেটি। তলিয়ে গেলেন প্রায় ৫০ জন যাত্রী। জোয়ারের প্রবল স্রোতের মুখে এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে। এলাকাবাসী গঙ্গায় ঝাঁপ দিয়ে উদ্ধার করে ৩৫ জন যাত্রীকে। এই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এখনও অনেকে নিখোঁজ।
তলিয়ে যাওয়া যাত্রীরা অনেকে সাঁতার কেটে উঠে আসতে সমর্থ হন। বাকিদের দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দেন তাঁরা। কিন্তু সাঁতার না জানা অনেক যাত্রীই প্রবল স্রোতের টানে ভেসে যান, অনেকে তলিয়ে যান। তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয়রা এই দুর্ঘটনার পর উদ্ধারকার্যে হাত লাগান। খবর দেওয়া হয়েছে এলাকা সংলগ্ন একাধিক থানায়। খবর দেওয়া হয়েএ রিভার ট্রাফিক পুলিশকে।

এখনও কতজন যাত্রী নিখোঁজ রয়েছে, তা জানার চেষ্টা চালানো হচ্ছে। সেইসঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় তাঁদের উদ্ধার করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভদ্রেশ্বর পুরসভার পক্ষ থেকেও সবরকম সাহায্য করা হচ্ছে উদ্ধারকার্যে। এদিকে কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। জোয়ারের সময় জানা সত্ত্বেও কেন আগাম কোনও ব্যবস্থা নেওয়া হল না, তা নিয়েও প্রশ্ন উঠে পড়েছে। জোয়ার আসার আগে যে বান আসে, তাতেই জেটি ভেঙে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।