For Quick Alerts
For Daily Alerts
বছর শেষে কড়া শীত, কী বলছে হাওয়া অফিস, জেনে নিন
রাজ্যে ঢুকছে উত্তরে হাওয়া। নামছে পারদ। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন এই ধরনের আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

সোমবার সকালে কলকাতার তাপমাত্রা ছিল ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস। তবে মঙ্গলবার সকালের তাপমাত্রা কিছুটা হলেও বেশি। ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।
তবে উত্তরবঙ্গের তাপমাত্রা ১১, ১২, ১৩ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। রাজ্যের অনেক জায়গাতেই তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের থেকে কম। আগামী কয়েকদিন এধরনের তাপমাত্রা বজায় থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

এর পরবর্তী পর্যায়ে তাপমাত্রা কমার ব্যাপারে নির্ভর করতে হচ্ছে কাশ্মীরে তুষারপাতের ওপর। সেখানে তুষারপাত হলেই তার প্রভাব পড়বে এরাজ্যেও।