
Weather News: কলকাতায় ৪৮ ঘন্টায় তাপমাত্রা কমল ৪ ডিগ্রি! এবার কি টানা শীত, বাংলার আবহাওয়ার পূর্বাভাস একনজরে
ফের ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামল কলকাতার ন্যূনতম তাপমাত্রা। আগামী ৩ দিনে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। এদিন দক্ষিণবঙ্দের জেলাগুলির প্রায় সর্বত্র তাপমাত্রা নেমেছ। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তুলনামূলক কম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গে তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস
এদিন বিকেলে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ৪ ডিসেম্বর রবিবার সকালের মধ্যে আবহাওয়া শুকনো থাকবে। কবে আগামী তিনদিন রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তবে তার পরের দুদিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪ ডিসেম্বর অর্থাৎ রবিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। তবে এদিন রাত থেকে পর পর তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তবে তার পরের দুদিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে।

কলকাতার আবহাওয়া
এদিন বিকেলে কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে রবিবারের মতো ৩০ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। তবে বৃহস্পতিবারের থেকে তাপমাত্রা কমেছে দু ডিগ্রিরম মতো। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার এই তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। ৪৮ ঘন্টায় ন্যূনতম তাপমাত্রা কমেছে ৪ ডিগ্রির বেশি। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ।

কোথাও বৃষ্টি, কোথাও ঘন কুয়াশা
আবহাওয়া দপতর জানিয়েছে ৪ ডিসেম্বর নাগাদ আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। এর প্রভাবে একটি নিম্নচাপ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরের ওপরে তৈরি হতে পারে ৫ ডিসেম্বর নাগাদ। যা পরবর্তী ৪৮ ঘন্টায় পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। ৮ ডিসেম্বর নাগাদ তা তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলে পৌঁছবে। এর প্রভাবে ৪ ও ৫ ডিসেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়ারও পূর্বাভাস দেওয়া হয়েছে।
এছাড়াও আগামী ৩ জিন হিমাচল প্রদেশ ও পঞ্জাবের কোনও কোনও জায়গায় ঘন কুয়াশা তৈরি হতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১৪.৭
বহরমপুর ১৩.৬
বাঁকুড়া ১৫.৫
বর্ধমান ১৪.৮
কোচবিহার ১২.৭
দার্জিলিং ৮
কালিম্পং ১১.৮
দিঘা ১৭.৩
কলকাতা ১৭.৫
দমদম ১৭.৬
কৃষ্ণনগর ১৫.২
মালদহ ১৭
মেদিনীপুর ১৬.৫
শিলিগুড়ি ১৪.৫
শ্রীনিকেতন ১৩.৪
সুন্দরবন ১৯

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৮.৬)
বহরমপুর (২৬.৪)
বাঁকুড়া (২৯.২)
বর্ধমান (৩০.৪)
কোচবিহার (৩১.৬)
দার্জিলিং (১৬.৬)
কালিম্পং (২০)
দিঘা (৩১.২)
কলকাতা (৩০.১)
দমদম (২৯.৫)
কৃষ্ণনগর (২৯.৪)
মালদহ (২৮)
মেদিনীপুর (৩০)
শিলিগুড়ি (৩২.২)
শ্রীনিকেতন ( ২৮.৫)
সুন্দরবন (২৯.৫)