For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেড়েছে পূবালি হাওয়ার দাপট! কবে থেকে পশ্চিমী ঝঞ্ঝা, জানুন কী বলছে আবহাওয়ার পূর্বাভাস

বৃহস্পতিবার ছিল এ মরশুমের শীতলতম দিন। এরপর থেকে তাপমাত্রা ক্রমশ বেড়েছে। রবিবার সেই তাপমাত্রা গিয়ে দাঁড়িয়েছে ১৯.৪ ডিগ্রিতে। আগামী কয়েকদিন তাপমাত্রা এরকমই থাকবে। জানিয়েছে হাওয়া অফিস।

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার ছিল এই মরশুমের শীতলতম দিন। এরপর থেকে তাপমাত্রা ক্রমশ বেড়েছে। রবিবার সেই তাপমাত্রা গিয়ে দাঁড়িয়েছে ১৯.৪ ডিগ্রিতে। আগামী কয়েকদিন তাপমাত্রা এরকমই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।

আরব সাগরে নিম্নচাপের জন্য বাড়ছে তাপমাত্রা

আরব সাগরে নিম্নচাপের জন্য বাড়ছে তাপমাত্রা

আরব সাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। সেখানে তৈরি হওয়া ঘূর্ণিঝড় পবনের কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তর পশ্চিম বায়ু। ফলে বাড়ছে তাপমাত্রা।

পূর্ব দিক থেকে প্রবেশ করছে গরম হাওয়া

পূর্ব দিক থেকে প্রবেশ করছে গরম হাওয়া

পশ্চিম দিকের বদলে পূর্ব দিক থেকে রাজ্যে হাওয়া ঢুকছে। কিন্তু পূর্ব দিকের হাওয়া তুলনায় গরম। ফলে রাজ্যের তাপমাত্রা বেড়েছে।

 বুধবারের পর থেকে কমতে পারে তাপমাত্রা

বুধবারের পর থেকে কমতে পারে তাপমাত্রা

আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবার নাগাদ জম্মু ও কাশ্মীরে পশ্চিমি ঝঞ্ঝা প্রবেশ করবে। সেই সময় তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আকাশ থাকবে মেঘলা, ভোরে কুয়াশা

আকাশ থাকবে মেঘলা, ভোরে কুয়াশা

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। পাশাপাশি আকাশ মেঘলা থাকবে। ভোরের দিকে থাকবে কুয়াশা। তবে সকাল ও সন্ধেয় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ থাকবে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ১৭.৭
বালুরঘাট ১৬.২
বাঁকুড়া ১৭.৭
ব্যারাকপুর ১৮.২
বর্ধমান ১৮
ক্যানিং ১৬
কাঁথি ১৪.৫
কোচবিহার ৮.৯
দার্জিলিং ৬.২
ডায়মন্ডহারবার ২০.৫
দিঘা ১৮.৩
কৃষ্ণনগর ১৭.৪
মালদহ ১৭.৪
পুরুলিয়া ১৫.৪
শিলিগুড়ি ৭.৩
শ্রীনিকেতন ১৭.৪

বিজেপিতে ভাঙন জঙ্গলমহলে! লোকসভা ভোটের পরই পুরুলিয়ায় শক্তি বাড়ল তৃণমূলেরবিজেপিতে ভাঙন জঙ্গলমহলে! লোকসভা ভোটের পরই পুরুলিয়ায় শক্তি বাড়ল তৃণমূলের

English summary
Temperature increases in Kolkata by three degree from normal on Sunday. Weather office says. this will continue for some days.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X