সামান্য কমল তাপমাত্রা, সরস্বতী পুজোর সকালে শীতের আমেজ
সরস্বতী পুজোর দিন সকালে কিছুটা হলেও কমল তাপমাত্রা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩. ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। রবিবার যা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস।

সরস্বতী পুজোর দিন সকালে শীতের আমেজ। জেলাগুলিতেও অব্যাহত ঠাণ্ডার আমেজ। জেলাগুলিতে তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। আগামী কয়েকদিন এই আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
উত্তরবঙ্গের কোনও কোনও জায়গায় কুয়াশার দাপট থাকলেও, দক্ষিণবঙ্গে এদিন কুয়াশার দাপট ছিল তুলনামূলক ভাবে কম।
সকালের দিকে শীত অনুভূত হলেও, দুপুরের দিকে কিছুটা গরম অনুভূত হচ্ছে। আবার বিকেলের দিকে কিছুটা নামছে তাপমাত্রা। বলা যেতে পারে দিনে গরম আর রাতে শীত। দিন কয়েক এই আবহাওয়া চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

একনজরে দেখে নেওয়া যাক রাজ্যের শহরগুলির সর্বনিম্ন তাপমাত্রা
দার্জিলিং ৩ ডিগ্রি
জলপাইগুড়ি ৮.৯ ডিগ্রি(-১)
কোচবিহার ৮.২ ডিগ্রি ( -১)
মালদহ ১২.৩ডিগ্রি
বহরমপুর ৯.৪ ডিগ্রি (-৩)
শ্রীনিকেতন ৮.৯ ডিগ্রি (-৩)
আসানসোল ১০.৮ ডিগ্রি
বাঁকুড়া ১০.৮ ডিগ্রি(-১)
বর্ধমান ১২.৮ ডিগ্রি
কৃষ্ণনগর ১০ ডিগ্রি
ডায়মন্ডহারবার ১২.৪ ডিগ্রি(-২)
দিঘা ১২.৬ ডিগ্রি(-২)