For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভা নির্বাচনের আগেই সুখবর! শিক্ষক নিয়োগে সবুজ সংকেত দিল রাজ্য সরকার

লোকসভা নির্বাচনের আগেই রাজ্যে শুরু হয়ে গেল শিক্ষক নিয়োগের তোড়জোড়। নতুন বছর শুরু হতেই সুখবর এল বাংলার কর্মসংস্থানে।

Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনের আগেই রাজ্যে শুরু হয়ে গেল শিক্ষক নিয়োগের তোড়জোড়। নতুন বছর শুরু হতেই সুখবর এল বাংলার কর্মসংস্থানে। শুক্রবার বিকেলেই নির্দেশিকা জারি করে মধ্যশিক্ষা পর্ষদ এই সুখবর দিয়েছে। নবম-দশম শ্রেণিতে শিক্ষকদের নিয়োগপত্র দেবে মধ্যশিক্ষা পর্যদ। আগামী সপ্তাহেই এই নিয়োগপত্র দেওয়া হবে ৬২৩৮ জন শিক্ষককে।

সুখবর! শিক্ষক নিয়োগে সবুজ সংকেত মমতার সরকারের

এতদিন দাড়িভিট ঘটনার জেরে আটকেছিল শিক্ষক নিয়োগ। তা আবার শুরু হচ্ছে এ মাসেই। একাদশ-দ্বাদশে নিয়োগপত্র দেওয়ার পর অনেক স্কুলে শূন্যপদ ছিল না বলে অভিযোগ ওঠে। তখন প্রত্যেক জেলার ডিআইদের ফের সংশোধিত তালিকা পাঠাতে বলা হয়।

ডিআইদের সেই সংশোধিত তালিকা অনুযায়ী নবম-দশমে নিয়োগপত্র দেওয়ার কাজ শুরু হবে। স্কুল শিক্ষা দফতর সবুজ সংকেত দিয়েছে শিক্ষক নিয়োগের ব্যাপারে। তবে এখনও সমস্যা রয়ে গিয়েছে। ২৯৯টি পদে নিয়োগের ক্ষেত্রে তৈরি হয়েছে সমস্যা।

তার কারণ, স্কুল সার্ভিস কমিশন ওই পদের জন্য যে যে স্কুলের নাম দিয়েছিল, সেই স্কুলগুলিতে কোনও শূন্য পদ নেই। এখন ওই ২৯৯ পদের জন্য শূন্য পদ রয়েছে এমন স্কুলের সন্ধান করা হচ্ছে। এই ২৯৯টি পদের সমস্যা মিটলেই নবম-দশমে ৬২৩৮টি পদের নিয়োগ চূড়ান্ত হবে।

English summary
Teachers recruitment is started from next week in West Bengal. Secondary board will give appointment letter. State government gives green signal already.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X