For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছাত্রের ঘুষি! নাক ফাটল অনুব্রত-র জেলার শিক্ষকের, দেখুন ভিডিও

ছাত্রের ঘুষিতে নাক ফাটল শিক্ষকের। ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটির হরিপ্রসাদ হাইস্কুলে। ক্লাস চলাকালীন একাদশ শ্রেণির ছাত্রকে মোবাইল ঘাটতে বারণ করেছিলেন ওই শিক্ষক। তিনি কানও ধরেন ওই ছাত্রের।

  • |
Google Oneindia Bengali News

ছাত্রের ঘুষিতে নাক ফাটল শিক্ষকের। ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটির হরিপ্রসাদ হাইস্কুলে।

ছাত্রের ঘুষি! নাক ফাটল অনুব্রত-র জেলার শিক্ষকের, দেখুন ভিডিও

বাংলা ক্লাস চলাকালীন একাদশ শ্রেণির ছাত্রকে মোবাইল ঘাটতে বারণ করেছিলেন ওই শিক্ষক। তিনি কানও ধরেন ওই ছাত্রের। ছুটির পরে ওই ছাত্র সরাসরি মুখে মারে ওই শিক্ষকের। আগামী বুধবার পরিচালন সমিতির সভা ডেকে ওই ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

আর পাঁচটা দিনের মতো বুধবার স্কুলে যান বাংলার শিক্ষক স্বদেশ সাহা। বুধবার দুপুরের দিকে একাদশ শ্রেণির ক্লাসে যান তিনি। ক্লাস চলাকালীন আলামিন শেখ ওরফে কাজল নামে এক ছাত্র পিছন দিকের বেঞ্চে বসে মোবাইলে গেম খেলছিল। দেখতে পেয়ে মোবাইলে করার জন্য অনুরোধ করেন বাংলার শিক্ষক। কিন্তু তাতে কান দেয়নি কাজল। এরপর শিক্ষক তাকে ডেকে কান ধরে দু'এক থাপ্পড় দিয়ে সাবধান করার চেষ্টা করেন। কিন্তু শিক্ষক থাপ্পড় দিতেই ওই ছাত্র পাল্টা শিক্ষকের মুখে ঘুষি চালিয়ে দেয়। তাতেই শিক্ষকের নাক ফেটে রক্তক্ষরণ শুরু হয়ে যায়। সহ শিক্ষকরা ছুটে এসে স্বদেশবাবুকে উদ্ধার করে নলহাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করান। এরইমধ্যে স্কুল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত ছাত্র। বৃহস্পতিবার স্কুলে ছুটি নিয়ে ওই শিক্ষক রামপুরহাটে চিকিৎসকের কাছে যান। মাথার সিটি স্ক্যান করান।

শিক্ষক স্বদেশ সাহা জানিয়েছেন, 'এমন অভিজ্ঞতা আগে কখনও হয়নি'।
অভিযুক্ত ছাত্রের দাবি, সে শিক্ষককে মারেনি। নিজেকে বাঁচাতে হাত দিয়ে মাথা রক্ষা করতে গিয়ে লেগে গিয়েছে। তবে তার সহপাঠী সোমনাথ বিশ্বাস জানিয়েছে, 'শিক্ষক খুব ভাল। তিনি কঠিন বিষয়কে খুব সহজভাবে বুঝিয়ে দেন। এরকম একজন শিক্ষককে এভাবে কেউ মারতে পারে ভাবতে পারছি না'।

বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি প্রধান শিক্ষক আবুল কালাম মণ্ডল। স্কুলের সহকারি শিক্ষক অঞ্জন সিনহা বলেছেন, 'স্কুলের প্রধান শিক্ষকের জন্যই স্কুলে অপ্রীতিকর ঘটনা ঘটে চলেছে। তিনি নিয়মিত স্কুলে আসেন না। অভিভাবকদের নিয়ে কোন বৈঠক ডাকেন না। এর আগেও এরকম ঘটনা ঘটেছিল। কিন্তু প্রধান শিক্ষক কোন ব্যবস্থা না নেওয়ায় ঘটনার ফের একই ঘটনা ঘটল।
স্কুল পরিচালন সমিতির সভাপতি অশোক ঘোষ জানিয়েছেন, বুধবারের বৈঠকে ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিন থেকে সমস্ত ক্লাসে জানিয়ে দেওয়া হয়েছে কেউ যেন মোবাইল নিয়ে স্কুলে না আসে।

English summary
Teacher's nose crack due to the attack of a student of a school in Birbhum
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X