For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নামতা না পারায় 'মেঝে চাটিয়ে' শাস্তি পড়ুয়াদের, কাঠগড়ায় হিঙ্গলগঞ্জের শিক্ষক

নামতা না পারায় পড়ুয়াদের স্কুলের মেঝে চাটানোর অভিযোগ ঘটল উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে।

  • By Aveek Banerjee
  • |
Google Oneindia Bengali News

নামতা না পারায় পড়ুয়াদের স্কুলের মেঝে চাটানোর অভিযোগ ঘটল উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে। এমনই নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল সুন্দরবনের হিঙ্গলগঞ্জ। শিক্ষকের এই মেঝেতে জিভ চাটানোর মতো নির্মম অত্যাচারের প্রতিবাদে সপ্তাহের প্রথম দিন সোমবার স্কুল চত্বরে বিক্ষোভে শামিল হন অভিভাবকেরা।

নামতা না পারায় মেঝে চাটিয়ে শাস্তি পড়ুয়াদের, কাঠগড়ায় হিঙ্গলগঞ্জের শিক্ষক

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের বিশপুর পূর্বপল্লি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ছাত্রছাত্রীকে ২৬ এর নামতা না পারার কারণে প্রকাশ্যে দিবালোকে স্কুল চলাকালীন মেঝেতে জিভ চাটিয়ে নেন শিক্ষক। অভিযুক্ত শিক্ষকের নাম সৌমিত্র রায়।

অভিভাবকরা জানান, দুদিন আগে এই ঘটনার পর অসুস্থ হয়ে যায় শাস্তি পাওয়া ছাত্রছাত্রীরা। অসুস্থ ছাত্র ছাত্রীরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। এরপরে এই ঘটনার প্রতিবাদে গর্জে উঠছে ছাত্রের অভিভাবক অভিভাবিকা।

অভিভাবকদের আরও অভিযোগ, ঐ স্কুলে দীর্ঘদিন ধরে ছাত্র ছাত্রী পড়াশোনা করতে গেলে তাদের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালায়। ছাত্রছাত্রীরা বাড়িতে গিয়ে যদি বলে দেয় তার জন্য তাদেরকে ভয় দেখানো হয়।

এরই প্রতিবাদে আজ অভিভাবক অভিভাবিকা শিক্ষক বরখাস্তের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ দেখান ঘটনায় প্রধান শিক্ষক শুঙ্কর ঘোষ ক্ষমা চান ছাত্র-ছাত্রী অভিভাবকদের কাছে মুচলেকা দেন
একবিংশ শতাব্দীতে অমানবিক ঘটনা আবার সামনে আশায় হতাশ বিশেষজ্ঞমহল।

English summary
Teacher gives rude punishment to students in Hingalgunj
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X