ব্যায়াম করানোর নামে স্কুল ছাত্রীদের যৌন নিগ্রহ, মেদিনীপুরে গ্রেফতার শিক্ষক
শরীরশিক্ষার নামে ব্যায়াম করানোর সময় স্কুল ছাত্রীদের যৌন নিগ্রহ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক শিক্ষককে। ওই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করার অভিযোগ গ্রেফতার করা হয়েছে ওই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষককেও। পূর্ব মেদিনীপুর জেলার এগরা এলাকার ঘটনা। মঙ্গলবার ধৃত শিক্ষক মৃণাল কান্তি দাস ও ভারপ্রাপ্ত শিক্ষক শরৎ জানাকে আদালতে তোলা হলে তাদের একদিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

এগরা দুই ব্লকের উত্তর তাজপুর জুনিয়র স্কুলের এই ঘটনার পর বিষয় টি চাইল্ড লাইনকে জানানো হয়েছে বলে জানান এলাকার বিডিও রানি ভট্টাচার্য। এগরা থানার পুলিশ জানিয়েছে যে ধৃতদের বিরুদ্ধে পকসো ধারায় মামলা করা হয়েছে।
এই স্কুলে ব্যায়াম ও শরীর শিক্ষার সময় মৃণাল কান্তি দাস ছাত্রীদের শরীরের বিভিন্ন স্থানে হাত দেন ও যৌন নিগ্রহ করেন বলে অভিযোগ। এনিয়ে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক শরৎ জানাকে অভিভাবকরা অভিযোগ জানালেও তিনি ওই শিক্ষকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। এরপর ওই দুই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তাদের।