For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা লকডাউনে সহায় কুরবানীর ছাগল! দুঃস্থ মানুষদের পাশে চা বিক্রেতা

করোনা লকডাউনে সহায় কুরবানীর ছাগল! দুঃস্থ মানুষদের পাশে চা বিক্রেতা

  • |
Google Oneindia Bengali News

দেশে এখন করোনা মহামারী। দ্বিতীয় দফার লকডাউন শুরু হয়ে গিয়েছে। কিন্তু লকডাউনের জেরে সব থেকে বেশি সমস্যায় সাধারণ দরিদ্ররা। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি বিভিন্ন সংগঠন এমন কী অনেক মানুষ নিজের থেকেই দুঃস্থদের পাশে দাঁড়াচ্ছেন। এমনই একজন চানু খান। বিশেষত্ব এই যে চানু খান একজন চা বিক্রেতা। কুরবানী জন্য বাড়িতে রাখা ছাগল বিক্রি করে তিনি দুঃস্থদের পাশে দাঁড়িয়েছেন।

ধর্মমত নির্বিশেষে দুঃস্থদের পাশে চা বিক্রেতা

ধর্মমত নির্বিশেষে দুঃস্থদের পাশে চা বিক্রেতা

মুর্শিদাবাদের সুতির বহুতালির চা বিক্রেতা চানু খান। নিজে গরিব হয়েও, ধর্ম মত নির্বিশেষে গ্রামের দুঃস্থদের পাশে দাঁড়িয়েছেন তিনি।

সহায় যখন কুরবানীর ছাগল

সহায় যখন কুরবানীর ছাগল

একটা সময়ে বাড়িতে চারটে ছাগল কিনেছিলেন। কুরবানীর জন্য। সেই চারটে ছাগল বিক্রি করে ৩২ হাজার টাকা পেয়েছেন চানু খান। সেই টাকা দিয়ে গ্রামের তরুণ দাস, মজিবুর রহমান, রহিম শেখ, প্ৰবন্ধ দাস, সুপ্রিয়া সরকারদের মাঝে চাল, ডাল, আলু সহ নানান সামগ্রী তুলে দেন তিনি। প্রায় ৯০০ জনের জন্য সাহায্যেরক বন্দোবস্ত করেছিলেন তিনি।

 প্রশংসায় ভাসছেন চানু খান

প্রশংসায় ভাসছেন চানু খান

নিজে দুঃস্থ হলেও জাতধর্ম না দেখেই গ্রামের অসহায় একজন চায়ের দোকানদারের মহানুভবতায় কার্যত প্রশংসার জোয়ার। এখানে রাজনৈতিক দল কিংবা কোনও গণ সংগঠনের থেকে কোনও অংশে কম নন চানু খানের পরিবার।

ভারতে করোনা সংক্রমণে মৃতদের ৬০ শতাংশই এই চারটি শহরের বাসিন্দাভারতে করোনা সংক্রমণে মৃতদের ৬০ শতাংশই এই চারটি শহরের বাসিন্দা

English summary
Tea seller's from Murshidabad's Suti helps several by selling his goats in Corona Lockdown.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X