For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুলিশি অত্যাচারের বিরুদ্ধে ১৫ নভেম্বর থেকে হাওড়া স্টেশনে ট্যাক্সি ধর্মঘট

Google Oneindia Bengali News

পুলিশি জুলুমবাজির বিরুদ্ধে প্রতিবাদ করতে ১৫ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য হাওড়া স্টেশনে চলবে না কোনও ট্যাক্সি। কলকাতা ট্যাক্সি অপারেটর ইউনিয়নের সভাপতি নওয়াল কিশোর শ্রীবাস্তব বলেন, '‌হাওড়াতে পুলিশি হেনস্থা দিন দিন বেড়েই চলেছে। ২৬ অক্টোবর হাওড়াতেই এক ট্যাক্সি চালককে বেধড়ক পেটায় পুলিশ। তারই প্রতিবাদে আমরা ১৫ নভেম্বর থেকে হাওড়ায় ট্যাক্সি চালানো বন্ধ করব।’‌ ১১ নভেম্বর থেকে ট্যাক্সি চালকরা হাওড়া স্টেশনের সামনে মঞ্চ করে ধর্নায় বসবেন।

ট্যাক্সি ধর্মঘট হাওড়ায়

নওয়াল কিশোর শ্রীবাস্তব বলেন, '‌১১ নভেম্বর দুপুর ১২টার সময় সব ট্যাক্সি চালকেরা হাওড়া ট্যাক্সি প্রিপেইড বুথে জড়ো হবেন এবং পুলিশের হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন।’‌ পুলিশি হেনস্থার পাশাপাশি ট্যাক্সি ভাড়া বাড়ানো এবং লাইসেন্স পেতে দেরি হওয়ার বিষয়টিও নজরে আনবে সরকারের।

প্রতিবাদের সময় তারা শহরের বিভিন্ন স্থানে চারটি দূষণ কেন্দ্র স্থাপনের জন্য চাপ দেবেন, এছাড়া রাতে ট্যাক্সির অতিরিক্ত ভাড়া এবং শহরের বিভিন্ন জায়গায় সরকারি ট্যাক্সি স্টান্ড করার জন্যও সরকারের কাছে আবেদন করবেন। শ্রীবাস্তব বলেন, '‌প্রত্যেকদিন হাওড়া স্টেশন প্রায় ১২ হাজার ট্যাক্সি চলে। কিন্তু এভাবে যদি ট্যাক্সির ভাড়া কমিয়ে দেওয়া হয় তবে আমরা বাঁচতে পারব না। ডিজেল কিনে ও ট্রাফিক জরিমানা দিয়ে একজন ট্যাক্সি চালক রোজ ২৫০ থেকে ৩৫০ টাকা নিয়ে বাড়ি ফেরেন। যা তাঁর জীবনধারণের জন্য যথেষ্ট নয়।’‌

English summary
taxi drivers will stage a demonstration at Howrah station on November 11, 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X