For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তথাগত রায়ের দাবি বঙ্গ-বিজেপি অর্থ ও নারীচক্রে জড়িত, তদন্ত চেয়ে আইনের দ্বারস্থ বামনেতা

তথাগত রায়ের দাবি বঙ্গ-বিজেপি অর্থ ও নারীচক্রে জড়িত, তদন্ত চেয়ে আইনের দ্বারস্থ বামনেতা

  • |
Google Oneindia Bengali News

এতদিন বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলত তৃণমূল, সিপিএম, কংগ্রেস সহ রাজ্যের অন্যান্য বিজেপিবিরোধী দলগুলি৷ সম্প্রতি একটি ফেসবুক পোস্টে বঙ্গ-বিজেপিকে অর্থ ও নারী চক্র থেকে বের করে আনার কথা বলেছেন খোদ প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি এবং মেঘালয় ও ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়৷ তথাগত রায় বঙ্গ-বিজেপির অন্যতম বরিষ্ঠ নেতা আর তিনি এখনও বিজেপিতেই রয়েছেন৷ তাই তার ফুলটস লুফে নিতে সময় নেয়নি বামেরা৷ তথাগতর বক্তব্য সামনে আসার পরই মঙ্গলবার বাম যুবনেতা সায়ন বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যকে সামনে রেখেই কলকাতার একটি থানায় লিখিত অভিযোগ জানিয়ে তথাগত বাবুর কথার পরিক্ষেতে বিজেপির এই অর্থ ও নারীচক্রের বিরুদ্ধে তদন্ত দাবি করেছেন৷

কি হয়েছিল ঘটনা?

কি হয়েছিল ঘটনা?

চলতি বছর ২রা মের পর থেকেই কোনওরকম রাখঢাক না করেই বঙ্গ-বিজেপি নেতা বিশেষ করে দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীদের সমালোচনা করে আসছেন তথাগত রায়। এর আগে দিলীপ ঘোষকে ফিটার মিস্ত্রি থেকে অশিক্ষিত কিছুই বলতে বাকি রাখেননি তথাগত, এবার সরাসরি তোপ দেগেছেন দলের অনেকের বিরুদ্ধে৷ সম্প্রতি একটি ফেসবুক পোস্টে দলের (পড়ুন বঙ্গ-বিজেপির) অনেক গোপন কথা ফাঁস করে দেওয়ার হুমকি দেন তথাগত। তিনি একটি ফেসবুক পোস্টে লেখেন, 'গতকাল থেকে ফোনে ফোনে জর্জরিত হয়ে গেলাম। সকলকে আশ্বস্ত করছি এই বলে, যে আমি স্বেচ্ছায় দল ছাড়ছি না। আমি আপাতত এখন সাধারণ সদস্য। এই অবস্থাতেই যাত্রার বিবেকের ভূমিকা পালন করে যাব। দল ছাড়তে পারলে সব গুপ্তকথাই ফাঁস করতে পারতাম কিন্তু এখনই তা হচ্ছে না।'

তথাগতর আরও ফেসবুক পোস্ট!

তথাগতর আরও ফেসবুক পোস্ট!

এরপর আরও একটি পোস্টে মঙ্গলবার তথাগত লেখেন, '৩ থেকে ৭৭"(এখন ৭০) গোছের আবোলতাবোল বুলিতে পার্টি পিছোবে, এগোবে না। অর্থ এবং নারীর চক্র থেকে দলকে টেনে বার করা অত্যাবশ্যক। দলের নবনিযুক্ত সভাপতি ও বিরোধী দলনেতা - এঁরা দুজনে নেতৃত্ব দিন। পুরোনো চক্রে ফেঁসে থাকলে এখন যে পুরভোটের প্রার্থী পাওয়া যাচ্ছে না এরকম অবস্থাই চলবে।'
মূলত এই পোস্টটিকে সামনে রেখেই থানায় বিজেপির বিরুদ্ধে তদন্ত চেয়ে অভিযোগ দায়ের করেছেন বামনেতা ও পেশায় উকিল সায়ন বন্দ্যোপাধ্যায়।

তথাগত বনাম সায়ন!

তথাগত বনাম সায়ন!

সায়নের এই অভিযোগের কপির ছবি শেয়ার করে তথাগত বুধবার ফেসবুকে ইংরাজিতে লেখেন, ' আমি এই পদক্ষেপকে (অর্থাৎ বাম যুব নেতার বিজেপির বিরুদ্ধে আইনি তদন্ত চেয়ে অভিযোগ জানানোর পদক্ষেপকে) সমর্থন করি। কিন্তু শুধু এটাই কেন? লেনিনের মৃত্যু কিভাবে হয়েছিল কিংবা আনন্দমার্গীরা কিভাবে খুন হয়েছিল সেগুলোরও তদন্ত হওয়া উচিৎ৷

পাল্টা পোস্ট বাম যুবনেতার!

পাল্টা পোস্ট বাম যুবনেতার!

বুধবার তথাগতর এই ফেসবুক পোস্টের পর, পোস্টের স্ক্রিণশট নিয়ে বাম যুব নেতা সায়ন পাল্টা ফেসবুকে লেখেন, 'সবে অভিযোগ দায়ের করলাম, ২৪ ঘন্টার মধ্যেই তথাগত বাবু লেনিন ডাইনোসর দিয়ে ভুল বকা শুরু করে দিলেন?আনন্দমার্গীর হত্যাকারী এখন কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত যেন?'

সায়নের আরও একটি পোস্ট

সায়নের আরও একটি পোস্ট

সায়নও ফেসবুকে আরও একটি পোস্টে লেখেন,
পুলিশ স্বতপ্রণোদিত ভাবে কোন FIR করে নি, বাধ্য হয়ে আজ হেয়ার স্ট্রিট থানায় FIR করা হয়েছে,মহিলা মুখ্যমন্ত্রী এবার কী ব্যবস্থা নেবেন?নাকি দিল্লির গ্রিন সিগন্যালের অপেক্ষা করবেন?
নারী দেহ কোন পন্য নাকি যার আদান প্রদান হয়েছে? টাকা পয়সা এবং নারী আদান প্রদানের এই সত্য সামনে আসুক নিরপেক্ষে তদন্তের দাবী জানাই।'

নাচতে না জানলে উঠোন বাঁকা, শুভেন্দুকে নিশানায় কেন এ কথা বললেন অধীরনাচতে না জানলে উঠোন বাঁকা, শুভেন্দুকে নিশানায় কেন এ কথা বললেন অধীর

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Tathagata says BJP is involved with money and women , Left leader demand legal investigation on it
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X